ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

Published on:

india map

শ্বেতা মিত্র, কলকাতা, Exclusive: ভারত হল সর্ব ধৰ্ম সমন্বয়ের দেশ। বর্তমানে ভারতে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে। রয়েছে একের পর এক স্থল বর্ডার, জল বর্ডার ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন যে ভারতেই এমন এক রাজ্য রয়েছে যেটি কিনা এক বা দুই নয়, ৩টি দেশের সঙ্গে বর্ডার ভাগ্য করে নেয়।

WhatsApp Community Join Now

শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। বর্তমানে এই রাজ্যে কয়েক কোটি মানুষ বাস করেন, কিন্তু এই বিষয়টি সম্পর্কে হয়তো কেউ জানেন ই না।

এই রাজ্যের জনসংখ্যা কয়েক কোটি

এক পরিসংখ্যান অনুযায়ী, এই রাজ্যে এখন আনুমানিক ৯১ মিলিয়নেরও বেশি মানুষ বাস করেন। আর এই জনসংখ্যা নিয়ে দেশের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য হয়ে উঠেছে এটি। এই রাজ্য আবার বাংলাদেশ, নেপাল ও ভুটান দেশসমূহ এবং ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম রাজ্য দ্বারা বেষ্টিত, এটি ৩৪,২৬৭ বর্গ মাইল (৮৮,৭৫০ বর্গ কিলোমিটার) জুড়ে বিস্তৃত। এখন  আপনিও নিশ্চয়ই ভাবছেন যে আজ কোন রাজ্য নিয়ে কথা হচ্ছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ভারতের এই রাজ্য ৩ দেশের সঙ্গে ভাগ করে বর্ডার

তাহলে আর অপেক্ষা না করে জানিয়ে রাখি, সেই রাজ্য আর অন্য নয়, এটি হল পশ্চিমবঙ্গ। জানলে হয়তো অবাক হবেন, এই পশ্চিমবঙ্গেই কিন্তু তিনটি আন্তর্জাতিক দেশের সীমান্ত রয়েছে। পূর্বে বাংলাদেশ এবং উত্তরে ভুটান ও নেপাল রয়েছে। এর অর্থ আপনি সহজেই বাংলা থেকে পায়ে হেঁটে এই দেশগুলিতে প্রবেশ করতে পারবেন। অবশ্যই আপনার কাছে পাসপোর্ট ও অন্যান্য জরুরি কাগজপত্র থাকতে হবে।

সঙ্গে থাকুন ➥
X