শ্বেতা মিত্র, কলকাতাঃ বিরাট বরাত পেল রেল বিকাশ নিগম লিমিটেড। জানা গিয়েছে, RVNL পূর্ব রেলের কাছ থেকে ৮৩৭.৭ কোটি টাকার একটি প্রকল্পের জন্য স্বীকৃতি পত্র পেয়েছে। জানলে অবাক হবেন, চুক্তিতে ছোট ও বড় সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ প্রাচীর, লেভেল ক্রসিং, সাইড ড্রেন, ক্যাচমেন্ট ড্রেন, ট্র্যাকের কাজ এবং অন্যান্য সম্পর্কিত কাজ জড়িত। ৩৬ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।
বিরাট দাও মারল RVNL
আরভিএনএল এসসিপিএলের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রকল্পটির নেতৃত্ব দেবে। যৌথ উদ্যোগে আরভিএনএলের ৭৪% শেয়ার রয়েছে, যেখানে এসসিপিএলের ২৬% শেয়ার রয়েছে। গত ১৮ নভেম্বর দক্ষিণ মধ্য রেলওয়ের কাছ থেকে ২৯৪.৯ কোটি টাকার একটি প্রকল্পের জন্য এলওএ পেয়েছে সংস্থাটি। এই চুক্তির মধ্যে রয়েছে তেলেঙ্গানার মুদখেড়-মেডচাল ডবল প্রকল্পের অংশ হিসাবে দক্ষিণ-মধ্য রেলওয়েতে বিদ্যুতায়ন ও সিগন্যালিংয়ের কাজ সহ নাভিপেট স্টেশন থেকে ইন্দালভাই স্টেশনের মধ্যে ট্র্যাক দ্বিগুণ করা।
আরভিএনএল শেয়ার আপডেট: ১২ মাসে ১৫৭% রিটার্ন
আরভিএনএলের শেয়ারের দামের কথা বলতে গেলে, শুক্রবার (২২ নভেম্বর) কোম্পানির ফ্ল্যাটগুলি বন্ধ হয়ে যায়। এনএসইতে স্টকটি ০.০৪ শতাংশ বেড়ে ৪২২.২৫ টাকায় লেনদেন করছে। কোম্পানিটির স্টক গত এক বছরে বিনিয়োগকারীদের ১৫৭ শতাংশ এবং ৬ মাসে ২৩ শতাংশ রিটার্ন দিয়েছে।
গত এক বছরে, এই রেলওয়ে স্টক (আরভিএনএল শেয়ার প্রাইস) বিনিয়োগকারীদের ১৫৭ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। চলতি বছর এখন পর্যন্ত শেয়ারটির দর বেড়েছে ১৩২ শতাংশ। স্টকটির ৫২-সপ্তাহের সর্বোচ্চ ৬৪৭ টাকা এবং ৫২-সপ্তাহের সর্বনিম্ন ১৬২.১০ টাকা।