KKR-র প্রাক্তন অধিনায়ককে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল

Published on:

yashasvi jaiswal

কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে চালকের আসনে ভারতীয় দল। আর প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে বিশ্ব রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার তরুণ প্লেয়ার যশস্বী জয়সওয়াল। এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় হাঁকানোর নজির গড়লেন যশস্বী। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম পিছনে ফেলে এই রেকর্ড গড়লেন যশস্বী।

দ্বিতীয় ইনিংসে দুর্ধর্ষ পারফরমেন্স যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের

পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ভারতীয় দলের ব্যাটন ধরেছেন। যশস্বী ১৯৩ বলে ৯০ রান ও কেএল রাহুল ১৫৩ বলে ৬২ রান করেছেন। ভারত বর্তমানে কোনও উইকেট না হারিয়ে ১৭২ রান করেছে। বর্তমানে ২১৮ রানের লিড দিয়েছে ভারত। যশস্বী এই ৯০ রানের ইনিংসে দুটি ছয় মেরেছেন। দ্বিতীয় ছয়টি মারার সাথে সাথেই তিনি ম্যাককালামকে পিছনে ফেলে এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি।

ছয় মারার সমস্ত রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল

উল্লেখ্য, ২০১৪ সালে এক ক্যালেন্ডার বছরে ৩৩টি ছয় মেরে এই রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্র্যান্ডন ম্যাককালাম। যশস্বী জয়সওয়াল ১০ বছর পর ২০২৪ এ এক ক্যালেন্ডার বছরে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন। যশস্বী ৩৪ টি ছক্কার মারার পর KKR-র প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এখন এই লিস্টে দ্বিতীয় স্থানে চলে গিয়েছেন।

টেস্ট ক্রিকেটে এক বছরে সবথেকে বেশি ছয় মারার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংরেজ তারকা বেন স্টোকস। ২০২২-এ স্টোকস ২৬ টি ছক্কা মেরেছিলেন। এই তালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ ও অ্যাডাম গিলক্রিস্ট। তাঁদের ঝুলিতে ২২ টি ছক্কা মারার রেকর্ড রয়েছে। পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ। ২০০৪ সালে তাঁর ব্যাট থেকে ২১ টি ছক্কা এসেছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥