শ্বেতা মিত্র, কলকাতা: আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি করে শুক্রবার ভোরেই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত। এরপর শনিবার রাতের দিকে ওই ঘূর্ণাবর্ত প্রথমে নিম্নচাপে ও কয়েকে ঘন্টা পরে নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুম ভবনে গ্লোবাল ফোর কাস্টিং সিস্টেম মডেল জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও হতে পারে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওয়েদার সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তার প্রভাব যে কোনোভাবেই বাংলায় পড়বে না সেটা আগেভাগে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এদিকে বিগত বেশ কিছু সময় ধরে বাংলায় লাগাতার কনকনে ঠাণ্ডা পড়ছে। যাইহোক, আজ রবিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটাই জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
চলুন জেনে নেওয়া যাক ছুটির দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ নীচের দিকে রয়েছে। এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বীরভূমের পারদ ১২-১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আজ রবিবার বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলায় ঠান্ডা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও বদলে গিয়েছে। দার্জিলিং এর পারদ নেমেছে ৬-৭ ডিগ্রিতে। এমনকি সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাতও শুরু হয়েছে। আজ ও আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ সোমবারের আবহাওয়া প্রসঙ্গে। কুয়াশা ও ঠাণ্ডার দাপট থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া ঠাণ্ডা চলবে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং -এ কয়েক পশলা বৃষ্টিও হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?
ঘূর্ণিঝড় বাংলায় প্রভাব না ফেললেও নতুন করে শীত নিয়ে সাধারণ মানুষের চিন্তা বেড়ে গিয়েছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সমুদ্রে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে বাংলায় সরাসরি প্রভাবিত না হলেও রাজ্যে সদ্য যে শীতের আমেজ শুরু হয়েছে সেটা বহাল থাকবে কিনা। তবে হাওয়া অফিস জানিয়েছে শীত এখনই বিদায় নেবে না ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত টানা এক সপ্তাহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ক্রমশ নেমেছিল। আগামী দিনে এই পারদ আরও বেশি খানিকটা নামবে বলে খবর।