কলকাতাঃ পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চালকের আসনে ভারত। চা বিরতি পর্যন্ত ভারত ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান করে ফেলে। বর্তমানে ৩৭৫ রান ৫ উইকেটে। ৪২১ রানের বিরাট লিড নিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি ও কেএল রাহুলের ৭৭ রানের ইনিংসের উপর ভর করে এগিয়ে চলেছে ভারতীয় দল।
দুরন্ত কামব্যাক বিরাট কোহলির
বর্তমানে পিচে রয়েছেন বিরাট কোহলি ও ওয়াশিংটন সুন্দর। পিচে বিরাটকে দেখে বেশ সাছন্দ লাগছে। ৯৪ বলে ৫২ রান করে কামব্যাকের বার্তা দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে আজকে বিরাট কোহলির কারণে আহত হয়েছেন এক সিকিউরিটি গার্ড। যারপর মাঠে হুলস্থূল কাণ্ড বেধে যায়।
বিরাট কোহলির ছয়ে আহত সিকিউরিটি গার্ড
বিরাট কোহলি ১০১ তম ওভারে একটি ছয় হাঁকান। মিচেল স্টার্কের বলে মারা সেই ছয়টি বাউন্ডারি লাইন পার করে এক সিকিউরিটি গার্ডের মাথায় লাগে। মাথা ধরে পড়ে যান গার্ড। বিরাট কোহলিও সেটি দেখে চিন্তিত হয়ে পড়েন। এরপর অস্ট্রেলীয় টিমের ফিজিও মেডিক্যাল কিট নিয়ে দৌড়ে যান আহত ব্যক্তির কাছে। তবে জানা গিয়েছে যে, ওই ব্যক্তির মাথা ফাটেনি বা বড়সড় কিছু হয়নি।
📂 Virat Kohli’s Swashbuckling six .MP4
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 3, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/w0KmBbFznu
— Star Sports (@StarSportsIndia) November 24, 2024
দ্বিতীয় ইনিংসে একেবারে আহত বাঘের মতো পাল্টা দেওয়া শুরু করেন ভারতীয় ব্যাটাররা। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে ২০১ রানে দুরন্ত পার্টনারশিপ খেলেন। এরপর রাহুল আউট হলে মাঠে আসেন দেববত্ত পাডিকল। তিনি ২৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠতে পারেননি ঋষভ পন্থও। তিনি মাত্র ১ রান করেই আউট হন। ওদিকে ধ্রুব জুরেলও মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে সবথেকে সুখবর হল যে, রানে ফিরলেন বিরাট কোহলি।