প্রীতি পোদ্দার, কলকাতা: সময়টা ছিল ২০২০ সালে ২৭ নভেম্বর। সেই সময় কয়লা পাচার মামলায় CBI প্রথম অভিযোগ দায়ের করে। এখনও পর্যন্ত এই মামলায় আসানসোলের আদালতে তিনটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। CBI-এর দেখানো অভিযুক্তদের মধ্যে বিনয় মিশ্রকে এখনও খুঁজছে তদন্তকারী দল। অন্য আর এক অভিযুক্ত মারাও গিয়েছে। বাকি ৪৮ জনের মধ্যে রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রও। তাঁকে গ্রেফতার করেছিল CBI। গরু পাচার মামলায়ও তাঁর নাম জড়ায়। যদিও জামিনে ছাড়া পান তিনি। কিন্তু প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন। আর এরই মধ্যে এবার এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে বিকাশ মিশ্রর বিরুদ্ধে।
যৌন হেনস্থার অভিযোগ বিকাশ মিশ্রের বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই দাদা বিনয় মিশ্রর মেয়েকে যৌন হেনস্তা করে বিকাশ। সেই সময় বিনয়ের স্ত্রী বাঁধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের স্ত্রী। তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার, আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার তাঁকে পকসো আদালতে পেশ করা হবে। কিন্তু গতকাল আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার শুরু করে দেন বিকাশ। এবং বিস্ফোরক মন্তব্য করেন সরকারের বিরুদ্ধে।
বিস্ফোরক অভিযোগ বিকাশের!
জানা গিয়েছে, প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র হঠাৎ সাংবাদিকদের সামনে চিৎকার করে বলতে শুরু করে, “আমাকে মারার চক্রান্ত চলছে। আমাকে মারার চক্রান্ত চলছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।” খানিকটা উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকেন বিকাশ। কিন্তু পুলিশরা কোনো সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে দ্রুত চলে যায় প্রিজন ভ্যানে। এর আগে কয়লাকাণ্ডে জামিন পেয়েছিলেন বিকাশ। সেই সময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন।
কয়েকদিন আগে তিলোত্তমা কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই প্রিজন ভ্যানে ওঠার আগে চিৎকার করে বলেছিলেন ‘আমায় বিনীত গোয়েল ফাঁসাচ্ছে।’ এবার ফের প্রিজন ভ্যান থেকেই বিস্ফোরক অভিযোগ করলেন অভিযুক্ত বিকাশ মিশ্র। তবে কি এই ভয়ংকর কর্মকাণ্ডে তৃণমূল সরকার সরাসরি জড়িত রয়েছে?