প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের স্পেল জারি এখন রাজ্য জুড়ে। এদিকে নভেম্বর প্রায় শেষের পথে। ততই যেন পারদের মান আরও কমছে। ভোরবেলা অধিকাংশ জেলাই কুয়াশাচ্ছন্ন থাকে। যদিও বেলা বাড়লে কুয়াশা সরে হালকা মিষ্টি রোদের দেখা মিলছে। আর এই আবহেই আবার সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত।
শেষ আপডেট অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল। দূরের সমুদ্রে তৈরি হওয়ায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে। যদিও আগামী শনিবার এবং রবিবার উপকূল ঘেঁষা দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণের অন্য কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া মূলত শুষ্ক এবং শীতল থাকবে। ভোর সকাল এবং রাতের দিকে হালকা কুয়াশার মেজাজ দেখা যাবে। তবে ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। তবে সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব পড়বে। সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন হবে। পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা কমেছে। বীরভূমের শ্রীনিকেতনে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। যদিও কলকাতার তাপমাত্রা নতুন করে আর কমেনি।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। সব জেলাতেই কমবেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।