শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ফের একবার IPL-এর আসন্ন মরসুম নিয়ে তুমুল আলোচনা চলছে। চলছে খেলোয়াড় কেনাবেচাও। এদিকে এসবের মাঝেই শিরোনামে উঠে এলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ঠিক তিনি নন, আজ কথা হবে তাঁর সুন্দরী স্ত্রীকে নিয়ে। আইয়ারের স্ত্রীর রূপ যে কোনও বলিউড সুন্দরীকে টেক্কা দেবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আইপিএল ২০২৫ মেগা নিলামে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে KKR। যাইহোক, এদিকে আজ আলোচনা হবে ভেঙ্কটেশের স্ত্রী শ্রুতি রঘুনাথনকে নিয়ে।
কেকেআর-এর স্টার প্লেয়ারের স্ত্রীকে চিনে নিন
গত বছর কেকেআরের এই অলরাউন্ডার শ্রুতি রঘুনাথনের সঙ্গে বাগদান সারেন। যদিও এখন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রুতি বিবাহিত। এদিকে আইয়ারের সদ্য বিবাহিতা স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের হবু স্ত্রী শ্রুতি রঘুনাথন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে যদি মিডিয়ার প্রতিবেদন বিশ্বাস করা হয় তবে তিনি পিএসজি কলেজ অফ আর্ট অ্যান্ড সায়েন্স থেকে B.Com করেছেন।
কে এই শ্রুতি রঘুনাথন?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শ্রুতি এনআইএফটি ইন্ডিয়া থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। জানা গিয়েছে, শ্রুতি বর্তমানে বেঙ্গালুরুর লাইফস্টাইল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে মার্চেন্ডাইজ প্ল্যানার হিসেবে কাজ করছেন। ভেঙ্কটেশ আইয়ারের কথা বলতে গেলে, তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন। কিন্তু গত দুই বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে তিনি। এদিকে আসন্ন আইপিএলের মরসুমে তিনি দলের হয়ে কেমন পারফর্ম করেন সেদিকে তীক্ষ্ণ নজর থাকবে সকলের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |