রাজস্থানে গেলেন কলকাতার প্রাক্তন অধিনায়ক! দ্বিতীয় দিনে অলরাউন্ডার কিনে বউনি KKR-র

Updated on:

ipl mega auction

কলকাতাঃ আজ দ্বিতীয় দিনে আবারও শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Mega Auction) পর্ব। আজকের এই নিলামে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার, তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার সহ একাধিক দেশী ও বিদেশি প্লেয়ারের ভাগ্য নির্ধারণ করবে। এছাড়াও বাংলাদেশের ১২ জন প্লেয়ারের নাম আজকেই নিলামে উঠবে। এখন দেখার বিষয় এটাই যে, কোন দল কাকে কত টাকা কেনে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতা নাইট রাইডার্সে নতুন অলরাউন্ডার

দ্বিতীয় দিনের নিলামের শুরুতেই নাম ওঠে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উলিয়ামসনের। ২ কোটি বেস প্রাইস থাকা এই ক্রিকেটার দ্বিতীয় দিনে অবিক্রীত থাকেন। দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স প্রথম কেনে ক্যারিবিয়ান অল-রাউন্ডার রোভম্যান পাওয়েলকে। পাওয়েলকে তাঁর বেস প্রাইস ১.৫ কোটি টাকাতেই পেয়ে যায় KKR। ফ্যাফ ডু’প্লেসিকে তাঁর বেস প্রাইস ২ কোটিতে দলে নেয় দিল্লি।

কপাল পুড়ল টিম ইন্ডিয়ার ব্যাটার অজিঙ্ক রাহানের। তাঁকে নিতে আগ্রহ দেখায়নি কোনও দল। মায়াঙ্ক আগরওয়াল ও KKR-র প্রাক্তন অলরাউন্ডার শার্দুল ঠাকুরও এদিন অবিক্রীত থাকেন। টিম ইন্ডিয়ার আরেক উইকেটকিপার পৃথ্বী শকেও কিনতে চায়নি কেও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দরকে কিনে নেয় গুজরাট। ২ কোটি ৪০ লাখে চেন্নাইয়ে সাম কারান। ৭ কোটিতে মারকো জানসেনকে দলে নিয়েছে পঞ্জাব। অবিকৃতি রয়ে গেলেন ড্যারিল মিচেল। ৫.৭৫ কোটিতে বেঙ্গালুরুতে গেলেন ক্রুনাল পান্ডিয়া। KKR-র প্রাক্তন অধিনায়ক নিতিশ রানাকে ৮ কোটি ২০ লাখে নিজেদের করে নেয় রাজস্থান।

ডোনোভন ফেরেইরা, শাই হোপ, অ্যালেক্স ক্যারি, কেএস ভরতকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। ২ কোটি ৬০ লাখ টাকায় জোশ ইংলিশকে দলে নিয়েছে পঞ্জাব। রাজস্থানে ৬.৫০ কোটি টাকায় তুষার দেশপাণ্ডে। ২.৪০ কোটি টাকায় গুজরাটে জেরাল্ড কোয়েটজি। ১০ কোটি ৭৫ লক্ষে বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার।

৮ কোটিতে দিল্লিতে মুকেশ কুমার। ৯.২৫ কোটিতে দীপক চাহারকে কিনল মুম্বই। ৮ কোটিতে লখনউয়ে আকাশ দীপ। ২ কোটির বেস প্রাইসে পঞ্জাবে লকি ফার্গুসন। অবিক্রীত থাকলেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান। ৪ কোটি ৮০ লাখে মুম্বইতে আল্লাহ গজনফর। ৭৫ লাখের বেস প্রাইসের তরুণ ক্রিকেটার বিজয়কান্ত ভিয়াস্কান্তকে কেউ দলে নিতে আগ্রহী হয়নি।

ক্যারিবিয়ান ক্রিকেটার আকিল হোসেন অবিক্রীত। এই মুহূর্তে বিশ্ব সেরা T20 বোলার আদিল রশিদও অবিক্রীত। কেশব মহারাজকেও কেনেনি কেউ। ৮০ লাখে শুভম দুবেকে নিল রাজস্থান। অনুকূল রয়কে ৩০ লাখেও কিনল না কেও। ৭৫ লাখের বেস প্রাইসে মণীশ পাণ্ডেকে দলে ফেরাল কলকাতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group