শ্বেতা মিত্র, কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। কুন্তল ঘোষের পর এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে অবশেষে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এই অর্পিতা মুখোপাধ্যায় হলেন একজন অভিনেত্রী, মডেল ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ২০২২ সালে দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করে ED। এরপর থেকে জেলেই ছিলেন তিনি। তবে অবশেষে তিনি জামিনে মুক্তি পেলেন। কিন্তু এই মুক্তি মোটেও সুখের নয় অর্পিতার কাছে। আসলে তাঁর পরিবারে এক বিরাট অঘটন ঘটে গিয়েছে। যারফলে আদালত তাঁকে জামিন দিয়েছে।
মাতৃহারা অর্পিতা
আসলে অর্পিতা মুখোপাধ্যায়ের মা প্রয়াত হয়েছেন বলে খবর। যে কারণে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ সোমবার ইডির বিশেষ আদালতে তিনি জামিন পেয়েছেন বলে খবর। প্যারোলে মুক্তি পেয়েছেন অর্পিতা। যদিও শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছেন অর্পিতাকে।
৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে অর্পিতার। এদিন ব্যাঙ্কশ্যাল কোর্টের তরফে বলা হয়েছে, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের জুরিসডিকিশানের বাইরেও বেরোতে পারবেন না তিনি।
কতদিনের জামিন পেয়েছেন অর্পিতা?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে অর্পিতা মুখোপাধ্যায় কত দিনের জন্য জামিনে মুক্তি পেয়েছেন? তাহলে জানিয়ে রাখি, টানা পাঁচ দিনের জন্য তাকে জামিন দেওয়া হয়েছে আদালতের তরফে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছিল নগদ ২১ কোটি টাকা। এছাড়া তার বেলঘরিয়ার বাড়ি থেকেও প্রচুর পরিমাণে সোনা দানা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছিল।