পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছোট থেকে বড় ঘুরতে যাওয়ার নাম শুনলেই সবার মন খুশিতে ভরে যায়। কেউ পাহাড় তো কেউ সমুদ্র তো কেউ আবার তীর্থস্থানে যেতে পছন্দ করেন। তবে আজও অনেক এমন মানুষ রয়েছেন যারা নিজে থেকে ঘুরতে যাওয়র সমস্ত আয়োজন করে উঠতে পারেন না। তাদের জন্য দারুণ সুখবর দিল ভারতীয় রেল তথা আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation)। সম্প্রতি অযোধ্যা ও কাশী ভ্রমণের স্পেশাল প্যাকেজ লঞ্চ করেছে IRCTC, আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।
IRCTC এর অযোধ্যা-কাশী ট্যুর প্যাকেজ
ভারতীয় রেলের টিকিট বুকিং কোম্পানি IRCTC এর তরফ থেকে গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পাওয়ার ট্যুর প্যাকেজ বুক করা হয়ে থাকে। এমনই একটি প্যাকেজ হল অযোধ্যা-কাশী প্যাকেজ। যেটা নিলে ৯ রাত্রি ও ১০ দিনের জন্য ভ্রমণের যাতায়াত, থাকা খাওয়া থেকে ঘোরানো সমস্ত দায়িত্ব নেবে IRCTC।
কোন কোন জায়গা ঘুরতে পারবেন?
আপনি যদি এই প্যাকেজ বুকিং করেন তাহলে পুরী, গয়া, বারাণসী, অযোধ্যা ও প্রয়াগরাজ ঘুরতে পারবেন। এর মধ্যে পুরীতে জগন্নাথ মন্দির ও কোনারক সূর্য মন্দির দেখানো হবে। গয়াতে বিষ্ণুপদ মন্দির, বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশালাক্ষী ও অন্নপূর্ণা দেবীর মন্দির, সন্ধ্যের গঙ্গা আরতি দেখা যাবে। একইসাথে অযোধ্যার রাম জন্মভূমি, হনুমানগ্রাহী ও সারায়ু নদীর তীরে আরতির পাশাপাশি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম দেখানো হবে।
থাকা ও খাওয়া
এই প্যাকেজে থাকার জায়গা মূলত এক্সপ্রেস ট্রেন যেটিকে ভারত গৌরব টুরিস্ট ট্রেন বলা হয়। এই ট্রেনের 2Ac, 3Ac ও স্লিপার ক্লাসে যাত্রা করা হবে। ট্রেনের মধ্যেই খাবার দেওয়া হবে।
কিভাবে বুকিং করতে পারবেন?
এই ট্যুর প্যাকেজটি বুকিং করতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমে বুক করতে হবে। এর জন্য আইআরসিটিসি ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্যুর প্যাকেজ অপশনে গিয়ে প্যাকেজটিকে বেছে নিতে হবে। এরপর নাম, ফোন নাম্বার, বোর্ডিং স্টেশন সিলেক্ট করে সাবমিট করে দিতে হবে। পরবর্তীকালে এজেন্ট যোগাযোগ করে বুকিং সম্পন্ন করবে।
IRCTC অযোধ্যা-কাশী ট্যুরের খরচ
আপনার যে ধরণের সিট নেবেন সেই হিসাবে খরচ বাড়তে বা কমতে পারে। যদি স্লিপার ক্লাসে সফর করতে চান টসেখেত্রে জনপ্রতি ১৬৮০০ টাকা খরচ পড়বে। যদি 3AC কোচে সফর করতে চান সেক্ষেত্রে খরচ হবে ২৬,৬৫০ টাকা ও 2AC কোচে সফর করতে চাইলে খরচ হবে ৩৪,৯১০ টাকা। তবে ৫-১১ বছরের বাচ্চাদের ক্ষেত্রে টাকার অঙ্ক আরেকটু কমে যাবে।