২১ প্লেয়ার নিয়ে দল গড়ল KKR, অধিনায়ক কে! কেমন হবে প্রথম একাদশ, রইল তালিকা

Published on:

kkr final squad ipl auction 2025

কলকাতাঃ শেষ হয়েছে বহু প্রতীক্ষিত আইপিএল নিলামের দু’দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান। এবারের নিলামে সবথেকে দামি প্লেয়ার হলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে। দ্বিতীয় দামি প্লেয়ার হলেন শ্রেয়স আইয়ার। পঞ্জাব কিংস তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে। তৃতীয় সবথেকে দামি প্লেয়ার হলেন ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ২৩.৭৫ কোটি দিয়ে কিনেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রথম দিনের নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একটু ধীর গতিতে চললেও, দ্বিতীয় দিনের নিলামে মুড়িমুড়কির মতো প্লেয়ারদের নিয়েছে KKR ম্যানেজমেন্ট। দ্বিতীয় দিনের নিলামে যাদের নিয়েছে কলকাতা, তাঁদের জন্য বেশি দরও হাঁকাতে হয়নি তাঁদের। এক নজরে দেখে নিন কাদের কাদের নিল কেকেআর?

কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের তালিকা | KKR Final Squad |

  • ১) ভেঙ্কটেশ আইয়ার: ২৩.৭৫ কোটি।
  • ২) অ্যানরিখ নরকিয়া: ৬.৫ কোটি।
  • ৩) কুইন্টন ডি কক: ৩.৬ কোটি।
  • ৪) অংকৃষ রঘুবংশী: ৩ কোটি।
  • ৫) রহমানুল্লাহ গুরবাজ: ২ কোটি।
  • ৬) বৈভব অরোরা: ১.৮ কোটি।
  • ৭) রোভম্যান পাওয়েল: ১.৫ কোটি।
  • ৮) মায়াঙ্ক মার্কন্ডে: ৩০ লাখ।
  • ৯) মণীশ পাণ্ডে: ৭৫ লাখ।
  • ১০) স্পেন্সার জনসন: ২.৮ কোটি।
  • ১১) অজিঙ্কা রাহানে: ১.৫ কোটি।
  • ১২) লুভনিথ সিসোদিয়া: ৩০ লাখ।
  • ১৩) মইন আলি: ২ কোটি।
  • ১৪) অনুকূল রায়: ৪০ লাখ।
  • ১৫) উমরান মালিক: ৭৫ লাখ।

এছাড়াও KKR আগেই যাদের রিটেন করেছিল

  • ১) রিঙ্কু সিং
  • ২) রমনদীপ সিং
  • ৩) হর্ষিত রানা
  • ৪) আন্দ্রে রাসেল
  • ৫) সুনীল নারিন
  • ৬) বরুণ চক্রবর্তী

কেমন হবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? | KKR Possible Playing XI |

সুনীল নারিন, কুইন্টন ডি কক (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অ্যানরিখ নরকিয়া বা স্পেন্সার জনসন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group