প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক দুর্নীতি যেন আঠার মত লেগেই রয়েছে। নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি ইত্যাদি। যার ফলে এখনও শাসকদলের তাবড় তাবড় নেতারা জেলবন্দী।
রাজ্যে চলা একাধিক দুর্নীতির আবহে চিটফান্ড-কাণ্ডের তদন্তে ফের তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। আজ সকালে ইডি আধিকারিকদের চারটি দল কলকাতার নানা প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছে।
কলকাতায় ফের হানা দিল ED
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিটফান্ড কাণ্ডে প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচীর নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তবে শুধু একটি জায়গাতেই নয়, তল্লাশি চলছে জোকার একটি ঠিকানাতেও। ED সূত্রে জানা গিয়েছে, ওই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে ২০১৭ সালের ১৫ মার্চ চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছিল CBI। এরপর ফের ওই দু’জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সূত্রেই এই তল্লাশি অভিযান আবারও চালানো হল বলে জানা গিয়েছে।
চিটফান্ড কাণ্ডের মাঝেই লটারি দুর্নীতি কাণ্ড
এদিকে চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ED। এর পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে ফের কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ED আধিকারীকদের বিশেষ দল। সেই তালিকায় ছিল সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেলনগর-সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা। তবে সেটি চিটফান্ড কাণ্ডের জন্য ছিল না, ছিল লটারি দুর্নীতি।