কেন্দ্রকে দশ গোল, ২৫০০ টাকার পেনশন প্রকল্প লঞ্চ করল সরকার! মুখে হাসি প্রবীণদের

Updated on:

old age pension

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার শেষ নেই। বিশেষ করে মহিলাদের। কানে প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা করে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ গোটা বছরে ১২ হাজার থেকে শুরু করে ১৪ হাজার টাকা অবধি পেয়ে যাচ্ছেন মহিলারা। যে কারণে এই প্রকল্পের চাহিদা এবং জনপ্রিয়তা বাংলায় তুঙ্গে রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এই প্রকল্পের শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন তবে চিন্তা নেই কারণ এবার আদতে প্রবীণদের বড় উপহার দিয়েছে দিল্লির সরকার। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে এখন থেকে ৫ লক্ষ ৩০ হাজারেরও বেশি প্রবীণ ২৫০০ টাকা পেনশন পাবেন। কেজরিওয়াল বলেন, এবার ৮০ হাজার নতুন পেনশনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতি মাসে ২৫০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে

কেজরিওয়াল বলেছেন যে ডবল ইঞ্জিন সরকারে প্রবীণরা মাত্র ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পেনশন পাচ্ছেন, যেখানে একক ইঞ্জিন সরকারে প্রবীণরা ২৫০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন। কেজরিওয়াল জানান যে, ‘আজ আমি খুব খুশি যে দিল্লির প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রবীণ মানুষের জন্য পেনশন চালু হচ্ছে। পোর্টালটি চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। বিজেপি প্রবীণদের পেনশন বন্ধ করার ষড়যন্ত্রের পাপ করেছিল।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারা আবেদন করতে পারবেন?

৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য পেনশন ২৫০০ টাকা

কেজরিওয়াল বলেছেন, ‘দিল্লিতে ৬০ থেকে ৬৯ বছর বয়সীরা ২০০০ টাকা পেনশন পান। আম আদমি পার্টি সরকার ক্ষমতায় আসার আগে এই পেনশন ছিল ১০০০ টাকা। আমাদের সরকার গঠনের পর আমরা তা বাড়িয়ে এক হাজারে উন্নীত করেছি। ৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণরা ২৫০০ টাকা করে পেনশন পাচ্ছেন। আগে সকলের এই পেনশনের পরিমান ছিল ১৫০০ টাকা।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group