শ্বেতা মিত্র, কলকাতাঃ বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আপনিও যদি নিত্য যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সুখবর। এমনিতে যত সময় এগোচ্ছে ততই একের পর এক সাফল্যের চূঁড়োয় উঠছে কলকাতা মেট্রো। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। তবে এবার পরিবেশের কথা ভাবনাচিন্তা করে বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। কার্বন নির্গমন হ্রাস করার লক্ষ্যে চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো।
বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর
কার্বন নির্গমন কমাতে সোমবার কলকাতা মেট্রোর টালিগঞ্জ চত্বরে রুফটপ সোলার ফটোভোলটাইক পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে মেট্রো রেলের এক মুখপাত্র জানিয়েছেন, ১৬৮ কিলোওয়াট গ্রিড-সংযুক্ত প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক উচ্চপদস্থ আধিকারিক। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মূলত পরিবেশ দূষণ রোধ করতে এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে। এদিকে কলকাতা মেট্রোর এহেন পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ যাত্রীরা।
কী বলছে কলকাতা মেট্রো?
নতুন পদক্ষেপ প্রসঙ্গে মন্তব্য করেছে কলকাতা মেট্রো। এক আধিকারিক জানিয়েছেন, ‘মেট্রো স্টাফ কোয়ার্টারের এসি ব্লকের ১৪টি বাড়ির ছাদে এই বিদ্যুৎকেন্দ্র। আবাসিক কোয়ার্টার এলাকায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। এখানে যে সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে তা এই কোয়ার্টার কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সাবস্টেশনের সঙ্গে সংযুক্ত গ্রিডে সরবরাহ করা হবে।’ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো চত্বরের বিভিন্ন স্থানে অতিরিক্ত ২৭,০০০ কিলোওয়াট (২৭ মেগাওয়াট) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর মধ্যে স্টেশনের ছাদ, রেলওয়ে কোয়ার্টার, হাসপাতাল, অফিস ভবন, ডিপো, শেড এবং খালি জমি অন্তর্ভুক্ত থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |