শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন বাংলায় শীতের ঝোড়ো ব্যাটিং দেখা যাচ্ছে। ডিসেম্বর নয়, নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট শুরু হয়েছে। সকলের গায়েই এখন গরম পোশাক। ইতিমধ্যে গতকাল মঙ্গলবার কলকাতা মরসুমের শীতলতম দিন হওয়ার তকমা ছিনিয়ে নিয়েছিল। এদিকে আজ বুধবারও কিন্তু ঠান্ডা ও শুষ্ক আবহাওয়াই বজায় রয়েছে বাংলায়। তবে আজও কিন্তু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামী দু’দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে। দাপট চলবে ঠান্ডারও।
এদিকে শীতের মাঝেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে বৃষ্টি হবে বলে যে শীত কমে যাবে সেটাও কিন্তু নয়। তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না বাংলায় বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা বিশেষ কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ। দার্জিলিঙে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। নামতে পারে বৃষ্টিও। ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। এরপর শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ফলে বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা থাকলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |