নিত্যযাত্রীদের কপালে শনি! একটানা দু’দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

Published:

kolkata east west metro will be closed for 2 days for rake exchange
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে কলকাতায় যারা যাত্রা করে তাদের জন্য মেট্রো (Kolkata metro) একটি অত্যাবশক পরিবহন মাধ্যম। এতে যেমন সময় বাঁচে, তেমনি খরচও তুলনামূলকভাবে অনেকটাই কম। বিশেষ করে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে হাওড়া থেকে কলকাতার গন্তব্যে যাওয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তবে এবার যাচ্ছে একটানা দু’দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। কবে ও কেন? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

দু’দিনের জন্য বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো

হ্যাঁ, একদমই ঠিক দেখছেন। দু দিনের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ থাকবে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই দুই দিনের সার্ভিস বিরত নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের ১৪ ও ১৫ তারিখ মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনে এসপ্ল্যানেড-শিয়ালদহ লাইন দিয়েই খালি রেক গুলিকে সল্টলেক ডিপোতে পাঠানো হবে রক্ষণাবেক্ষণের জন্য।

কি জানাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ?

বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১৬ কিমি রুটের কাজ নিয়ে ব্যস্ত কলকাতা মেট্রো। তবে এরই মাঝে গঙ্গার নিচে চলা চারটি মেট্রো রেক রক্ষণাবেক্ষণের জন্য সল্টলেক নিয়ে যাওয়া হবে। এর বদলে অন্য চারটি রেক আনা হবে। সেই কারণেই এমন আয়োজন করা হবে।

চালু করা হবে অসমাপ্ত এসপ্ল্যানেড-শিয়ালদহ রুট

বর্তমানে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) ইস্ট-ওয়েস্ট মেট্রোর করিডোরগুলিতে প্রতি সপ্তাহে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। তবে হাওড়ার দিকে এমন কোনো সুবিধা নেই। তাই এবার অসমাপ্ত এসপ্ল্যানেড-শিয়ালদহ রুট দিয়েই ধীরে ধীরে চালানো হয়।

কেন এমন সিদ্ধান্ত?

এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের কাজ একাধিক বার বাধাপ্রাপ্ত হয়েছে, যার ফলে কাজ শেষ হতেও দেরি হচ্ছে। প্রতিবার যখন হাওড়ার দিক থেকে সল্ট লেক ডিপোতে রেক নিয়ে যাওয়া হয় তখন পূর্বদিকগামী রেক পরবর্তন করতে হয়। এর ফলে সমস্ত কাজ থমকে যায়। তাই এবার কাজ আরও দ্রুত সম্পন্ন করার জন্য ITD সিমেন্টেশনকে ১১ থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত পাওয়ার ব্লক করার অনুমতি দেওয়া হয়েছে।

১৪ই ডিসেম্বর পাওয়ার ব্লকের কাশ্য শেষ পর্যায়ে এলে কাজ থামানো হবে। এরপর শনি ও রবিবার হাওড়া ময়দা ও এসপ্ল্যানেড শিক্ষকের রেকগুলিকে পশ্চিমদিকের টানেলে থাকা রেকের সাথে পাল্টে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join