পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশ তথা রাজ্যের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গে লক্ষীর ভান্ডার ব্যাপক জনপ্রিয়, যার দৌলতে প্রতিমাসের শুরুতেই ১০০০-১২০০ টাকা লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে এবার জানা যাচ্ছে এক দুই হাজার নয় ১০০০০ টাকা দেওয়া হবে মহিলাদের। কারা পাবেন? কিভাবে আবেদন করতে হবে? বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
১০০০০ টাকা পাবেন মহিলারা
হ্যাঁ একেবারে ঠিক দেখেছেন প্রতিমাসে ১০,০০০ টাকা দেওয়া হবে মহিলাদের। ২১ বছর থেকে ৬০ বছরের মহিলারা এই সুবিধা পাবেন। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দারা নয়, বরং পড়শি রাজ্য ওড়িশাতে চালু হয়েছে নতুন প্রকল্প সুভদ্রা যোজনা।
সুভদ্রা যোজনা | Subhadra Yojana |
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের মহিলাদের জন্য এক দারুণ প্রকল্পের সূচনা করেছেন। মহিলাদের সামাজিক আর আর্হিক পরিস্থিতির উন্নতির জন্য সুভদ্রা যোজনা চালু করা হয়েছে। যেখানে বছরে দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা দেওয়া হবে। এমনকি যারা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়ে ফেলেছেন তাদের বিগত রবিবারেই প্রথম কিস্তির ৫০০০ টাকা দেওয়া হয়ে গিয়েছে।
শুরু হচ্ছে প্রকল্পের তৃতীয় ধাপ
যেমনটা জানা হচ্ছে রাজ্যে ইতিমধ্যেই এই সুভদ্রা যোজনার তৃতীয় ধাপের কাজ চালু হয়েছে। ওড়িশার সুন্দরগড় জেলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয়েছে। যেখানে ওড়িশার কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার থেকে শুরু করে আরও একাধিক পদাধিকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনি মহিলাদের মোবাইল চেক করতে বলেন, তারপর টাকা ঢোকার মেসেজ পেয়ে খুশি হয়ে যান উপস্থিত সকলেই।
কারা আবেদন করতে পারবে?
১। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই ওড়িশার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। আবেদনকারীর বয়স ১ লা জুলাই ২০২৪ তারিখে হতে হবে ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যে।
৩। আবেদনকারীর পরিবারে বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। আর আবেদনকারীর যেন কোনো সরকারি চাকুরী না থাকে। (অবশ্য অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা আবেদন করতে পারেন)
৪। একই বাড়ি থেকে যে কোনো একজন মহিলা সুভদ্রা যোজনার জন্য আবেদন কররে পারবে।