মিচেল স্টার্কের বদলি পেয়ে গেল KKR

Published on:

mitchell starc kkr

কলকাতাঃ গতকালই দুই দিনের আইপিএলের মেগা নিলাম পর্ব শেষ হয়েছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত IPL-র এই মেগা নিলামে শয়ে শয়ে প্লেয়ারদের ভাগ্য নির্ধারণ হয়েছে। নিলামে এখনও পর্যন্ত সবথেকে দামি প্লেয়ার হয়ে উঠে এসেছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। পঞ্জাব কিংস আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে। ওদিকে গত বারের নিলামের সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক এ বছর মাত্র ১১.৭৫ কোটি পেয়েছেন। তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস।

২৫ কোটির মিচেল স্টার্ককে রিটেন করেনি KKR

WhatsApp Community Join Now

গত বছর ২৫ কোটি দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়ে এ বছর তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে নিলামের প্রথম দিনে অস্ট্রেলীয় এই বোলারের জন্য দর হাঁকিয়েছিল KKR ম্যানেজমেন্ট। কিন্তু একটু দূর গিয়েই থেমে যায় তাঁরা শুধু স্টার্কই নন, শ্রেয়স আইয়ারের জন্যও দর হাঁকিয়েছিল KKR।

এবার কেকেআর মিচেল স্টার্ককে না নিলেও, তাঁর পরবর্তী হিসেবে আরেক তুখড় বোলারকে নিয়েছে কলকাতা। আজ কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্পিড স্টার অ্যানরিখ নরকিয়া। সাউথ আফ্রিকার ডানহাতি এই বোলারকে ৬.৫ কোটি টাকা দিয়ে ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৯ সালে IPL-এ অভিষেক হওয়া এই প্লেয়ার এখনও অবধি ৪৬টি ম্যাচ খেলেছেন।

অ্যানরিখ নরকিয়াকে নিল কলকাতা নাইট রাইডার্স

সবথেকে বড় বিষয় হল, ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সেরই সদস্য ছিলেন অ্যানরিখ নরকিয়া। কিন্তু সেবার কাঁধে চোটের কারণে তিনি IPL-এ খেলতে পারেননি। সেবার KKR তাঁকে মাত্র ২০ লক্ষ টাকায় নিয়েছিল। এরপর ২০২০ দিল্লিতে খেলেন তিনি। ব্রিটিশ অলরাউন্ডার ক্রিস ওক্স-র বদলি হিসেবে সেবার দিল্লিতে খেলেন তিনি। ২০২১ সালে দিল্লি ক্যাপিটলস অ্যানরিখ নরকিয়াকে ৮৯.৮২ লাখে নিজেদের দলে টেনে নেয়। এরপর থেকে সেখানেই খেলছিলেন তিনি। ২০২২ সালে অ্যানরিখ নরকিয়ার দর বেড়ে সাড়ে ৬ কোটি হয়ে যায়।

অ্যানরিখ নরকিয়ার IPL কেরিয়ার | Anrich Nortje IPL Career |

এখনও পর্যন্ত ৪৬ টি IPL ম্যাচে ১৭৫.৪ ওভার বল করেছেন অ্যানরিখ নরকিয়া। ৪৬ ম্যাচে ৮.৯৬ এর ইকোনমিক রেটে ৬০ উইকেট নিয়েছেন তিনি। IPL জীবনে তার হায়েস্ট পারফরমেন্স ৩৩/৩ উইকেট। অ্যানরিখ নরকিয়ার গড় ২৬.৩৩। ২৫ কোটির মিচেল স্টার্ক গত বছর কলকাতার হয়ে তেমন কিছু পারফরমেন্স করতে পারেননি। তবে প্লে অফে তার বল দিয়ে আগুন ঝরেছিল। সেই তুলনায় সাড়ে ৬ কোটির অ্যানরিখ নরকিয়া স্টার্কের বদলি হিসেবে কলকাতার কাছে খারাপ হবে না।

সঙ্গে থাকুন ➥
X