পার্থ সারথি মান্না, কলকাতাঃ যতদিন যাচ্ছে বাংলায় উষ্ণতার পারদ ততই কমছে। তবে, ঠান্ডা আবহাওয়ার মাঝেই ফের মাথাচাড়া দিয়েছে বৃষ্টির আশঙ্কা। আগামীকাল অর্থাৎ বুধবারেই নিম্নচাপের জেরে বৃষ্টির হতে পারে বলে আগাম পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন বা IMD। কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কত? বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে রাখুন কোথায় কেমন থাকবে আবহাওয়া।
তৈরী হচ্ছে নয়া নিম্নচাপ
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যেটা ক্রমাগত শক্তি বাড়িয়েই চলেছে। বর্তমানে নিম্নচাপ ত্রিনকোমালি থেকে ৩১০ কিমি দক্ষিণ পূর্বে ও নাগাপট্টিনাম থাকে ৫৯০ কিমি দক্ষিণপূর্বে রয়েছে। যা বিগত ১২ ঘন্টায় উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে বলে জানা যাচ্ছে। আর আগামীকাল আরও উত্তর-পশ্চিম দিকে সরতে পারে।
আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’
নিম্নচাপটি যেভাবে এগোচ্ছে তাতে ঘূর্ণিঝড় তৈরির হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে মৌসম ভবন। আগামী ২ দিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’ তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলের দিকে এগোবে। এরফলে আগামীকাল অর্থাৎ ২৭শে নভেম্বর ৬০-৭০ কিমি বেগে ও ২৮ তারিখ ৬৫-৭৫ কিমি বেগে হাওয়া চলতে পারে উপকূলের জেলাগুলিতে।
পশ্চিমবঙ্গে ফেঙ্গলের প্রভাব
তামিলনাড়ুর উপকূলের পাশ দিয়ে গেলেও বাংলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানাচ্ছে মৌসম ভবন। যার জেরে চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না বলেও জানানো হয়েছে। তবে চিন্তা নেই আরও দু এক ডিগ্রি তাপমাত্রা কমতেই পারে।
বাংলায় বৃষ্টির পূর্বাভাস
আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে শুক্রবার অর্থাৎ ৩০ শে নভেম্বর দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে ৩০ তারিখ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।