Maruti Alto-তে হচ্ছে বিরাট পরিবর্তন, মাইলেজে হবে সবার বাপ! দাম সাড়ে ৫ লাখের কম

Published on:

maruti alto 10th generation

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি এবছরেই নতুন চারচাকা গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাঁর Alto মডেলের নতুন আপগ্রেডেড ভার্সন লঞ্চ করতে চলেছে। ডিজাইন তো বটেই গাড়ির মাইলেজেও হবে সকলকে চমকে দেওয়ার মতন। নতুন মডেলের ফিচার্স থেকে মাইলেজ সম্পর্কে জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

৩০ কিমি মাইলেজ দেবে নতুন আল্টো । New Maruti Suzuki Alto

WhatsApp Community Join Now

নতুন মডেল মানেই ডিজাইনে কিছু বদল থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটি অল্টোর দশম এডিশন হতে চলেছে। জানা যাচ্ছে, নতুন মডেলে ৩০ কিমি মাইলেজ পাওয়া যেতে পারে! হ্যাঁ ঠিকই দেখছেন প্রতি লিটারে ৩০ কিমি পর্যন্ত মাইলেজ দেবে নতুন আল্টো।

আরও হালকা হবে নতুন মডেল

মারুতির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে অন্যতম একটি হল আল্টো। ছোট রাস্তার মধ্যে দিয়ে যেমন চলতে পারে তেমনি দুর্দান্ত মাইলেজের কারণে অনেকেরই পছন্দের গাড়ি আল্টো। শেষবার ২০২১ সালে গাড়িটির নবম এডিসন এসেছিল। যেটির ওজন ছিল ৬৮০ থেকে ৭৬০ কেজির মত। তবে নতুন এডিশনে আরও ১০০ কেজি পর্যন্ত কমে যেতে পারে ওজন। যার ফলে আগের তুলনায় মাইলেজও বেশি মিলবে।

Alto 10th Edition Hybrid Feature

Maruti Alto-র দশম এডিশনের সবচেয়ে বড় ফিচার্স হতে চলেছে এর আকর্ষণীয় মাইলেজ। বর্তমানে জাপানে আল্টোর যে মডেল চলছে তাতে পেট্রল ও ইলেকট্রিক হাইব্রিড মডেলে ২৭.৭ কিমির মাইলেজ পাওয়া যায়। গাড়িটিতে 49PS এর ইঞ্জিন ও 2KW এর ইলেকট্রিক মোটর রয়েছে। তবে নতুন মডেলে 48V এর সুপার যেন চার্জ সিস্টেম ব্যবহা করা হবে। যাতে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি আরও বাড়ানো যায়। ফলে খুব সহজেই ৩০ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

নতুন মডেলের আল্টোর দাম

মাইলেজ বাড়ল, ওজনে হালকা হল কিন্তু দাম? সুবিধা দিতে গিয়ে কি দাম বাড়বে নাকি সস্তায় মিলবে আল্টোর দশম এডিশন। রিপোর্ট বলছে, নতুন মডেলের বেস বেরিয়েন্টের দাম একেবারে সাধ্যের মধ্যেই হতে চলেছে। Alto 10th Edition এর দাম ৫.৪৬ টাকা থেকে শুরু হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চ হলেই বাস্তব দাম জানা যাবে।

সঙ্গে থাকুন ➥
X