প্রায় শেষ এসপ্ল্যানেড-শিয়ালদা সুড়ঙ্গের কাজ, কবে শুরু পরিষেবা! জানাল মেট্রো কর্তৃপক্ষ

Published on:

sealdah metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো (Sealdah-Esplaned Metro) পরিষেবা নিয়ে এল বিরাট আপডেট। আর এই নতুন আপডেট সম্পর্কে জানলে খুশি হয়ে যাবেন আপনিও। সমগ্র শহরবাসী, বিশেষ করে যারা মেট্রো পরিষেবা পছন্দ করেন তাঁরা এই নতুন মেট্রো রুট চলা নিয়ে দীর্ঘ অপেক্ষা করছেন। ২০২৪ সালের শেষের দিকে এই রুট শুরু হওয়ার কথা থাকলেও বৌবাজার নতুন করে বাধা হয়ে দাঁড়ায়। ফলে কাজ শেষ হয় না। তবে চিন্তা নেই, এবার একটি বিশেষ কাজ শেষ হল এই রুটে, যা বড় সাফল্য বলে দাবি করছে কলকাতা মেট্রো। আর সেই কাজ কী জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো রুট নিয়ে বড় আপডেট

সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গের কাজ প্রায় শেষ। এবার খুব শীঘ্রই বসবে লাইন। ফলে মেট্রো পরিষেবা চালু হওয়ার পক্ষে যে আর কোনো বাধা রইল না সেটা বলাই চলে। মূলত বৌবাজার অংশে কাজ শেষ হয়েছে। এটা সেই অংশ যেখানে কাজ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছিল কর্মীদের। মূলত ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে বউবাজারে এই বিশেষ ব্যবস্থা করা হল।

একটি টানেলে ১০৮ মিটার জায়গা। অপর টানেলে ৯২ মিটার জায়গায় এই লোহার রিং দেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে শুরু হবে পরিষেবা?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে এই পরিষেবা শুরু হবে? মেট্রো রেলের ইঙ্গিত, ২০২৫ সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে। বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রো ৪.৮ কিলোমিটার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং ৯.২ কিলোমিটার সেক্টর V-শিয়ালদহ এই দুটি বিচ্ছিন্ন বিভাগে চলে।

আড়াই কিলোমিটার দীর্ঘ এসপ্ল্যানেড-শিয়ালদহ অসম্পূর্ণ। কেএমআরসি এবং মেট্রো রেলওয়ে, যা শহরের দ্রুত গণপরিবহন নেটওয়ার্ক পরিচালনা করে, এসপ্ল্যানেড-শিয়ালদহ বিভাগটি সম্পূর্ণ করার জন্য ২০২৫ সালের মাঝামাঝি সময়সীমা নির্ধারণ করছে। যাতে পুরো ১৬ কিলোমিটার দৌড়াতে পারে সেই কাজ করার দিকে মনোনিবেশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group