প্রীতি পোদ্দার, চেন্নাই: যত সময় এগোচ্ছে ততই যেন সমুদ্র থেকে শক্তি আরোহণ করে চলেছে এই নিম্নচাপ। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার দুপুরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন সেই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘ফেঙ্গল’। আপাতত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতর অনুমান করছে যে আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। এবং আগামী শনিবার এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে আগামী দু’-তিন দিন তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
লাল সতর্কতা জারি করা হয়েছে বহু এলাকায়
জানা গিয়েছে, আজ তামিলনাড়ুর মায়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গেলপেট এবং কুড্ডালোর জেলার বিভিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। যার ফলে রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে।। পরিস্থিতি মোকাবিলায় এই অঞ্চলে ইতিমধ্যে স্কুল ও কলেজগুলোতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় গতকাল থেকেই আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। তাই মঙ্গলবার থেকেই সেখানে স্কুল-কলেজ বন্ধ।আগামীকাল বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমবে। এবং সমুদ্র উত্ত থাকায় আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
ত্রাণশিবির প্রস্তুত রাখছে রাজ্য প্রশাসন
এদিকে দুর্যোগ পরিস্থিতির মোকাবিলা করার জন্য গতকাল অর্থাৎ মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমন জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১,৬৩৪টি ত্রাণশিবির প্রস্তুত রাখছে রাজ্য প্রশাসন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় জেনারেটর, নৌকাও মজুত রাখা হচ্ছে। দুর্যোগ বাড়লে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই তিরুভারুর, মায়িলদুথুরাই, নাগাপ্পটিনাম এবং কুড্ডালোর জেলায় এনডিআরএফ -এর দল পাঠানো হয়েছে। রাজধানী চেন্নাই -সহ বেশ কিছু জায়গায় বৃষ্টির কারণে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জল জমেছে। ব্যাহত হয়েছে যান চলাচল।