ঘুষ কাণ্ড প্রকাশ্যে আসার পর কত হাজার কোটি ক্ষতি হল আদানি গ্রুপের? এল বিস্ফোরক তথ্য

Published on:

goutam adani

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত বুধবার আদানি গোষ্ঠী (Adani Group) সংক্রান্ত এক সংবাদে ভারত, আমেরিকা-সহ গোটা পৃথিবী বাণিজ্য ক্ষেত্রে হুলস্থুল পড়ে যায়। গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা। আর এই অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর।

বড় ক্ষতির মুখে আদানি গোষ্ঠী

WhatsApp Community Join Now

এছাড়াও SEC এর তরফ থেকে দাবি করা হয়েছিল যে আমেরিকার লগ্নিকারীদের থেকেও নাকি ১৭ কোটি ৫০ লক্ষ ডলার তোলা হয়েছিল আদানি গ্রুপের তরফ থেকে। ঘুষের টাকা আমেরিকার বাজার থেকে সংগ্রহ করা পুরোপুরি বেআইনি। তাই সেই কারণেই আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর ব্যবস্থা নেয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। সংবাদমাধ্যম মারফত আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানা গিয়েছে। আর এই অভিযোগের মধ্যেই বড় ক্ষতির মুখোমুখি হতে হয়েছে আদানি গোষ্ঠীকে। প্রায় ৫৫ বিলিয়ন ডলার হারিয়েছে এই গ্রুপ। জানা গিয়েছে সংস্থার মোট ১১টি লিস্টেড সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশনে এই লোকসান হয়েছে।

আর এই আবহেই আদানির হাত ছাড়ল ফরাসি সংস্থা টোটাল এনার্জিস। সংস্থার তরফ থেকে ঘোষণা করে দেয় যে আপাতত আদানির সঙ্গে ব্যবসা বন্ধ করবেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে তারা অবগত ছিল না। এদিকে বিশেষ সূত্রে জানা গিয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডে ২০ শতাংশ অংশীদারিত্ব আছে এই টোটাল এনার্জিসের। শুধু তাই নয় আদানি গ্রিনের বোর্ড অফ ডিরেক্টরেও একটি পদও রয়েছে টোটাল এনার্জিসের।

ঘুষ কাণ্ডের মধ্যেই বিস্ফোরক তথ্য প্রকাশ

এর আগে ৬০০ মিলিয়ন ডলারের বন্ড বাজারে আনার কথা ভেবেছিল আদানি গোষ্ঠী। কিন্তু এই অভিযোগের ভিত্তিতে আদানি গোষ্ঠী বাধ্য হয় তা স্থগিত করতে। বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় এই বিষয়টি। সেই সময় আদানির তরফ থেকে বলা হয়, “এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সাবসিডিয়ারিগুলি বর্তমানে প্রস্তাবিত মার্কিন ডলার ডিনোমিনেটেড বন্ড অফারগুলির বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।” তবে এই ঘুষ কাণ্ডের দ্বন্দ্বের মধ্যেই আজ আরও এক উল্লেখযোগ্য বিবৃতি ঘোষণা করল আদানি গোষ্ঠী। এই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি, ভাইপো সাগর আদানি এবং সংস্থার অন্যতম কর্তা বিনীত জৈনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ একদমই যে ভুয়ো তাই নিয়ে এক বিবৃতি ঘোষণা করা হল।

বিবৃতিতে আদানি গোষ্ঠী জানিয়েছে যে, তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠেনি। মার্কিন নিয়ামক সংস্থার দাবি করেছিল, ঘুষ নিয়ে আলোচনা হয়, এই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চার্জশিটে কোথাও ঘুষ দেওয়ার উল্লেখ নেই। বিদেশি এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলিতে বিপজ্জনক ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। তবে শেয়ার বাজারের নিরাপত্তাভঙ্গের ষড়যন্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে, সেকথা স্বীকার করেছে আদানি গ্রিন।

সঙ্গে থাকুন ➥
X