শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হওয়ার আগে বড় রকমের চমক দিল ভারতীয় রেল (Indian Railways)। আর ভারতীয় রেলের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে যার যার উপকৃত হবেন লক্ষ লক্ষ রেল যাত্রী। এমনিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেলের তরফে নানা রকমের সিদ্ধান্ত নিয়ে চলেছে পূর্ব রেল। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার বিশেষ করে ইন্টারসিটি ধরনের মাঝারি দুটোতে বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত রিজার্ভ কোচ সংযুক্তি কথা ঘোষণা করা হলো পূর্ব রেলের তরফে। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ করে হাওড়া থেকে ছাড়ে এমন ট্রেনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
যাত্রীদের চমক পূর্ব রেলের
এমনিতে বছরের শেষ দিক চলছে। আর এই সময় অনেকেই আছেন যারা ব্যস্ত জীবন থেকে সামান্য ব্রেক নিয়ে কোথাও দূরে কিংবা কাছেপিঠে থেকে ঘুরে আসেন বা পরিকল্পনা করেন। কিন্তু বাধ সাধে ট্রেনের টিকিট না পাওয়া। ফলে অনেকেরই প্ল্যান রীতিমতো মাঠে মারা যায়। তবে চিন্তা, কারণ এবার আপনারও যদি এই শীতে ধানবাদ কিংবা শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে অনায়াসেই টিকিট পেয়ে যাবেন এবং ঘুরে আসতে পারবেন।
আসলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে চারটি এক্সপ্রেস এবং একটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে একটি করে অতিরিক্ত চেয়ার কারের সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সব ক’টি ট্রেনেই অতিরিক্ত কামরা লেগে যাবে। এই ট্রেনগুলো ছাড়া হাওড়া–সিউড়ি–হাওড়া হুল এক্সপ্রেসে যুক্ত হচ্ছে একটি অতিরিক্ত এসি ৩–টিয়ার কোচ। এখন কি আপনিও জানার জন্য অপেক্ষা করছেন যে কোন কোন ট্রেনে অতিরিক্ত কোচ লাগবে? তাহলে চোখ রাখুন আর্টিকেলটির ওপর।
এই ট্রেনগুলিতে জুড়বে অতিরিক্ত কোচ
শান্তিনিকেতন এক্সপ্রেস: হাওড়া-বোলপুর-হাওড়া রুটে।
বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন: হাওড়া-রামপুরহাট-হাওড়া রুটে।
ময়ূরাক্ষী এক্সপ্রেস: হাওড়া-দেওঘর-হাওড়া রুটে সাধারণ দ্বিতীয় শ্রেণীর রিজার্ভড কোচ।
হুল এক্সপ্রেস: হাওড়া-সিউড়ি-হাওড়া রুটে এসি ৩ টায়ার কোচ সংযোজন।
কোলফিল্ড এক্সপ্রেস: হাওড়া-ধানবাদ-হাওড়া রুটে।
অগ্নিবীণা এক্সপ্রেস: হাওড়া-আসানসোল-হাওড়া রুটে।
ইন্টারসিটি এক্সপ্রেস: হাওড়া-মালদা-হাওড়া রুটে।