প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। এরপর আস্তে চলেছে বছরের সর্বশেষ মাস। তবে নভেম্বরেই জমিয়ে শীতের আশা করেছিল বঙ্গবাসী। কারণ পারদ যেভাবে ধাপে ধাপে নামছিল তাতে সেরকমই ভাবনা চিন্তা মাথায় এসেছিল। তবে সেই আশায় খানিক বাঁধা পড়ল। কারণ আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে নভেম্বরে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই।
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আজ দুপুরেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার কথা সেটির। তাই সেই নিম্নচাপের গতিপ্রকৃতির উপরও নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া – অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হলেও, তা শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্জা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ফলে, দক্ষিণবঙ্গে শীতের যে আমেজ পাওয়া যাচ্ছিল, তাতে কিছুটা ব্যাঘাত হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও আগামী শনি থেকে সোম পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহভর দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে থাকবে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে। তবে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। তবে আগামী দু’দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।