পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে ৩ গুণ রিটার্ন, ১ লক্ষ হয়ে যাবে ৩ লাখ! জানুন পদ্ধতি

Published on:

post office fixed deposit scheme to triple your investment

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সময় থাকতে সঠিক বিনিয়োগ প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। তাই একটা নিরাপদ ইনভেস্টমেন্ট অপশন কমবেশি সকলেই খুঁজে থাকেন। আজকের প্রতিবেদনে এমনই একটি সঞ্চয়ী প্রকল্প সম্পর্কে জানাবো যেখানে ৫ লক্ষ টাকাই ১৫ লক্ষেরও বেশি হয়ে যাবে।

পোস্ট অফিসের ধামাকা ফিক্সড ডিপোজিট স্কিম

WhatsApp Community Join Now

পোস্ট অফিসের তরফ থেকে ব্যাঙ্কের মত ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম অফার করা হয়। যেখানে অনেক সময়ই ব্যাঙ্কের থেকেও ভালো রিটার্ন পাওয়া যায়। বিশেষ করে ৫ বছরের জন্য যদি FD করেন তাহলে ৭.৫% পর্যন্ত সুদ দেওয়া হয়। যেটা মোটা টাকা রিটার্ন দিতে পারে।

মিলবে তিনগুণ রিটার্ন

আপনি যদি বিনিয়োগ করা টাকাকে তিনগুণ করতে চান তাহলে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। যেটা আপনার এককালীন বিনিয়োগ করা ৫ লক্ষ টাকাকে ১৫ লক্ষ ২৪ হাজার ১৪৯ টাকা করে দেবে।

টাকা তিনগুণ করার হিসাব

যদি আপনি ৫ লক্ষ টাকা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করেন তাহলে প্রথম ৫ বছরেই ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে ৭,২৪,৯৭৪ টাকা পাওয়া যাবে। এরপর সেটিকে আবারও ৫ বছরের জন্য ইনভেস্ট করে দিতে হবে। তাহলে সব মিলিয়ে দশ বছরের মাথায় ১০ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা পাওয়া যাবে। এরপর সেটিকে আবারও ৫ বছরের জন্য বিনিয়োগ করে দিতে পারলেই পনেরো বছরের মাথায় ১৫ লক্ষ ২৪ হাজার ১৪৯ টাকা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সুদের হার ৭.৫% ধরেই হিসাব করা হয়েছে। সুদের হার পরিবর্তিত হলে হিসেবেও বদল হবে।

কিভাবে ৫ বছর পর FD এক্সটেনশন করবেন?

অনেকেই হয়তো ভাবছেন ৫ বছর পর যখন FD ম্যাচিউর করবে তখন কিভাবে সেটাকে পুনরায় ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে কোনো ঝামেলায় নেই, একবার ম্যাচিউর হওয়ার পর সেটা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করলেই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া যাবে। এমনকি চাইলে শুরুতেই পুনরায় বিনিয়োগ করার জন্য অনুরোধ করা যেতে পারে।

সঙ্গে থাকুন ➥
X