পার্থ সারথি মান্না, কলকাতাঃ আমাদের বাসস্থান পৃথিবী (Earth) সম্পর্কে যতই জানা যায় ততই কম, প্রতিনিয়ত নিত্যনতুন খোঁজ পাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এমনই একটি চমকে দেওয়ার মত তথ্য সামনে এসেছে। যতদিন যাচ্ছে কিছুটা হেলে গিয়েছে পৃথিবী। হ্যাঁ ঠিকই দেখছেন মূল অক্ষ থেকে বেশ কিছুটা হেলে গিয়েছে পৃথিবী। আর এই পিছনের কারণ সত্যিই চমকে দেওয়ার মত। ভাবছেন কী কারণে এমনটা হতে পারে? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
হেলে যাচ্ছে পৃথিবী
সম্প্রতি জিওগ্রাফিক্যাল একটি রিসার্চ স্টাডি প্রকাশ্যে এসেছে যেখানে জানা যাচ্ছে, বিগত ১৯৯৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ৮০ ইঞ্চি পূর্বের দিকে হেলে গিয়েছে পৃথিবী। যেটা বেশ উদ্বেগজনক। তবে তার থেকেও বেশি এই ঘটনার পিছনের কারণ। কেন এমনটা হল? নিচে রইল বিস্তারিত তথ্য।
কেন অক্ষরেখা থেকে সরছে পৃথিবী?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মানুষ নিজের প্রয়োজনে বিপুল পরিমাণে ভূগর্ভস্থ জল উত্তোলন করেছে। হিসাব বলেছে প্রায় ২১৫০ গিগাটন জল তোলা হয়েছে এই স্টাডি করার সময়েই। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়েছে ০.২৪ ইঞ্চি। যেটা পৃথিবীর ভর বন্টনকে বদলে দিয়েছে। এমনকি পৃথিবীর ঘূর্ণন মেরু পর্যন্ত প্রতি বছর ৪.৩৬ সেন্টিমিটার পরবর্তন হচ্ছে এর প্রভাবেই।
পরিবেশের উপর প্রভাব
রিসার্চ স্টাডিতে কোথায় সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল উত্তোলন করা হচ্ছে সেটাও খুঁজে বের করা হচ্ছে। রিপোর্ট বলছে নর্থ আমেরিকা ও উত্তর পশ্চিম ভারতে সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জলের উত্তোলন করা হয়। এই মধ্যরেখার অঞ্চলগুলি পৃথিবীর ঘূর্ণন গতির উপর প্রভাব ফেলছে।
যদিও বর্তমানের পরিস্থিতি খুব একটা উদ্বেগজনক নয়, তবে দীর্ঘ সময় ধরে এভাবে চলতে থাকলে সেটা পরিবেশের উপর প্রভাব বলবে ও জলবায়ুর ব্যাপক পরবর্তন ঘটতে পারে। তাই আগামী দিনে জল ব্যবহার করার জন্য সঠিক নিয়ম তৈরী করা অত্যাবশ্যক। কোনো একটি দেশ নয়, সমস্ত দেশকে একজোট হয়ে পৃথিবীর এর অন্যথা হলে গ্রহের গতিবিদ্যার পাশাপাশি মানুষের জীবনেও ব্যাপক প্রভাব পড়বে।