নতুনের ভিড়ে ফুলকি-জগদ্ধাত্রীর হাড্ডাহাড্ডি লড়াই! কে হল বেঙ্গল টপার? দেখুন TRP তালিকা

Published on:

bengali serial target rating point list

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকদের হার্টবিট কিছুটা হলেও বেড়ে যায়। কারণ এই দিনেই যে বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ্যে আসে। এই TRP এর উপরেই নির্ভর করে প্রতিটি মেগার ভবিষ্যৎ। সেরা দশের দৌড়ে নাম থাকলে ভালো নাহলেই অন্তিম যাত্রার দিকে অগ্রসর হয় সিরিয়ালগুলি। বিগত কয়েক মাসে এমন একাধিন উদাহরণ মিলেছে। তাছাড়া বেঙ্গল টপার কে হল সেটাও জানার আগ্রহ থাকে সকলের মধ্যেই।

কে হল এসপ্তাহের বেঙ্গল টপার?

WhatsApp Community Join Now

গোটা সপ্তাহ জুড়ে যে সিরিয়ালের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তার ঝুলিতেই থাকে সবচেয়ে বেশি নাম্বার। আর এসপ্তাহেও গতবারের মত সেরার সেরা সিংহাসন ছিনিয়ে নিয়েছে ফুলকি। এসপ্তাহে রোহিত ও ফুলকির কাহিনী পেয়েছে ৭.৩ পয়েন্ট। অবশ্য গতসপ্তাহের যুগ্ম টপার জগদ্ধাত্রী খুব একটা পিছিয়ে নেই, সামান্য পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় হয়েছে। এসপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত পয়েন্ট ৭.২।

TRP তালিকার সেরা পাঁচ

ফুলকি ও জগদ্ধাত্রীর পরেই যে সিরিয়াল সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটি হল ষ্টার জলসার গীতা LLB। এসপ্তাহে গীতার ঝুলিতে এসেছে ৭.১ পয়েন্ট। অল্পের জন্য তৃতীয় স্থান হারিয়ে কোন গোপনে মন ভেসেছে রয়েছে চতুর্থ স্থানে, পেয়েছে ৭.০ পয়েন্ট। আর পঞ্চমস্থানে রয়েছে গোবরদেবী ও পাচক মশাইয়ের কাহিনী অর্থাৎ কথা। এসপ্তাহে কথা পেয়েছে ৬.৭ পয়েন্ট। তাহলে সেরা দশে রইল কারা? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

ফুলকি – ৭.৩
জগদ্ধাত্রী – ৭.২
গীতা LLB – ৭.১
কোন গোপনে মন ভেসেছে – ৭.০
কথা – ৬.৭

উড়ান, পরিণীতা – ৬.৬
রাঙ্গামতি তীরন্দাজ, শুভ বিবাহ – ৬.১
রোশনাই – ৬.০
আনন্দী – ৫.৯
তেঁতুলপাতা, ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.৭

এই ছিল সিরিয়ালের সেরা দশের তালিকা। তবে ধারাবাহিক ছাড়াও রিয়েলিটি শো দেখতে বেশ পছন্দ করেন দর্শকে। এসপ্তাহে ‘দিদি নং ১’ এর সানডে ধামাকা পর্ব পেয়েছে ৫.৭ পয়েন্ট। এদিকে গানের রিয়েলিটি শো সারেগামাপা পেয়েছে ৫.১ পয়েন্ট।

সঙ্গে থাকুন ➥
X