প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বের অন্যান্য উন্নত এবং আধুনিক শহরগুলিতে বিমানবন্দরে পৌঁছনোর জন্য বিভিন্ন গণপরিবহণ মাধ্যমের দরকার পড়ে। তবে এই সকল গণপরিবহনের পরিষেবা পাওয়ার পাশাপাশি এখন মিলবে মেট্রো পরিষেবা। শহর কলকাতায় এই প্রথমবার চালু হতে চলেছে এই হেন পরিষেবা । মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে শুরু হয়ে বিমানবন্দর হয়ে বারাসত রুটের এই অংশের কাজ দীর্ঘ দিন ধরে চললেও এ বার তা সম্পূর্ণ হতে চলেছে। পরের মাসেই শুরু হবে ট্রায়াল পর্ব।
দ্রুত কাজ শেষ করার নির্দেশ কর্তৃপক্ষ এর
গত মঙ্গলবার, কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বারাসত করিডর স্টেশন পরিদর্শনে করতে আসেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেট্রোর রেলওয়ের নির্মাণকারী বিভাগের উচ্চপদস্থ অফিসাররা। আসলে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখার জন্যই তাঁরা এসেছিলেন। এবং মেট্রো স্টেশনের যেটুকু কাজ বাকি আছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দেন। আসলে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের পুরো অংশে প্রাথমিকভাবে পরিষেবা শুরু করা হবে। প্রথমে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
কী বলছেন নির্মাণ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার?
এই প্রসঙ্গে মেট্রো রেলওয়ের নির্মাণ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দর কুমার জানিয়েছেন, “সিঁড়ি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মেঝের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তাঁরা। পরের মাস অর্থাৎ ডিসেম্বর থেকে ‘ট্র্যাভেলেটর’ বসানোর কাজ শুরু করা হবে। তাই যতটা সম্ভব বাকি কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে।”
জানা গিয়েছে, এই মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে মেট্রো পথে যুক্ত হয়ে যাবে হাওড়া এবং কলকাতা বিমানবন্দর। তবে সেক্ষেত্রে যাত্রাপথটা সরাসরি হবে না। তখন হাওড়ায় নেমে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে এসপ্ল্যানেড আসতে হবে। তারপর সেখান থেকে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে নোয়াপাড়ায় নামতে হবে যাত্রীদের। এরপর সেখান থেকে ইয়েলো লাইনের মেট্রো ধরে পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্টে।