প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি মাসে মাঝামাঝি সময় একধাক্কায় প্রায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল উত্তর থেকে দক্ষিণে সমস্ত জেলায়। পশ্চিমের জেলায় তাপমাত্রা ভালই নেমেছিল। ১২ এর ঘরে পৌঁছেছিল তাপমাত্রা। তবে এইমুহুর্তে শীতের আমেজে কিছুটা বাঁধা পড়তে চলেছে। নভেম্বরের শেষ কটা দিনে তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।
এদিকে মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, খুব কম শক্তিশালী ঘূর্ণীঝড়ে পরিণত হতে চলেছে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। আর এই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে আরও শক্তি সঞ্চয় করছে। বর্তমানে পন্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করি করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কোনো সরাসরি প্রভাব পড়বে না বঙ্গে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা কিছুটা বাড়বে। ঠান্ডা আমেজ কিছুটা কমবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। এর মধ্যে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে। তবে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।