পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও সহজ করার জন্য সর্বদাই নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরোনো রাস্তা মেরামতের কাজ চালু রয়েছে। সম্প্রতি প্রায় ৩৯৬৭ কোটি টাকা খরচে প্রায় ৩৬১১ কিমি রাস্তার মেরামতি, প্রশস্তিকরণের কাজ করা হয়েছে।
রাজ্যের দ্রুত গতিতে এগিয়েছে রাস্তা তৈরী ও মেরামতির কাজ
গত বুধবারই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (PWD) মন্ত্রী পুলক রায় জানান, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই রাস্তার নির্মাণ থেকে মেরামতির জন্য ৩৯৬৭ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও ৭৭৬৫ কিমির রাস্তা মেরামত করা হয়েছে যার জন্য ২০৭ কোটি টাকা খরচ হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ সরকারের হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রত্যন্ত গ্রামের সাথে শহরাঞ্চলের যোগাযোগ দ্রুত উন্নত করার জন্য কাজ চলছে।
কতদূর এগোলো কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ?
এদিন কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজের গতি সম্পর্কেও আপডেট মিলেছে। বর্তমানে হাইওয়েটি চার লেনের করার কাজ চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেই কাজটি সম্পন্ন হয়ে যাবে। এই প্রজেক্টটি সম্পন্ন হলে ন্যাশনাল হাইওয়ে ১২ বা NH12 এ হওয়া ট্রাফিক জ্যামের থেকে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একইসাথে কলকাতা ও কল্যাণীর মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হবে।
বর্তমানে রাজ্যের হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের বিকল্প হিসাবে কাজ করছে। তবে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে এই রাস্তাগুলিকে নিয়ে যেটা আগামী দিনের পশ্চিমবঙ্গের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে সাহায্য করবে। এর গেলে একদিকে যেমন শহর ও গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে তেমনি ভ্রমণের ক্ষেত্রেও যাত্রা আরামদায়ক হবে। তাছাড়া রাস্তা নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে যাত্রী সুরক্ষার কথাও মাথায় রাখা হচ্ছে বলে জানান পুলক রায়।