কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) IPL অকশনে আরেকটি বিরাট রেকর্ড গড়লেন। এ বারের আইপিএলের মেগা নিলামে মিচেল স্টার্ককে ১১.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস। এটি স্টার্কের চতুর্থ IPL সিজন। গতবার আইপিএলের অকশনে ২৫ কোটিতে মিচেল স্টার্ককে কিনেছিল KKR। এবারও নাইট ম্যানেজমেন্ট মিচেলের জন্য দর হাঁকান, তবে মাঝপথেই লড়াই ছেড়েও দেন। এবারের আইপিএল নিলামে স্টার্ক এমন এক রেকর্ড গড়েছেন, যা এই অস্ট্রেলীয় পেসার ছাড়া আর মাত্র একজনই করতে পেরেছেন।
IPL থেকে ৫০ কোটির বেশি আয় মিচেল স্টার্কের
মিচেল স্টার্ক IPL অকশন থেকে ৫০ কোটি আয় করা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হয়ে উঠেছেন। এর আগে এই রেকর্ড আরেক অস্ট্রেলীয় পেসার তথা অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের নামে ছিল। বলে দিই, স্টার্ক এখনও অবধি চারটি IPL নিলামে নিজের নাম দিয়েছেন, আর তিনটি সিজনে খেলেছেন।
২০১৪ সালে প্রথমবার IPL-এ অংশ নেন মিচেল স্টার্ক। সেবার রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ৪ কোটি টাকা দিয়ে কিনেছিল। RCB-তে দু’বছর ছিলেন স্টার্ক। এরপর ২০১৮ সালে KKR স্টার্ককে ৯.৪ কোটি টাকা দিয়ে কেনে। কিন্তু চোটের কারণে তিনি সেবার একটিও ম্যাচ খেলেননি।
KKR-এ রেকর্ড দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক
তারপর IPL থেকে সরে যান মিচেল স্টার্ক আর ২০২৪-এ ফের নাম দেন। ২০২৪-এ কলকাতা নাইট রাইডারর স্টার্ককে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কেনে। এই দর IPL-র ইতিহাসে সেরা দর ছিল। কিন্তু ২০২৫-র আইপিএল নিলামে ঋষভ পন্থের ২৭ কোটি ও শ্রেয়স আইয়ারের ২৬.৭৫ কোটি সেই রেকর্ড ভেঙে দেয়। ২০২৫ এর আইপিএলে মিচেল স্টার্ককে দিল্লি ১১.৭৫ কোটি টাকায় নিজেদের দলে নেয়। এবার মোট হিসেব করলে, IPL থেকে এখনও অবধি ৫০.৯ কোটি টাকা কামিয়েছেন এই অস্ট্রেলীয় পেসার।
IPL-এ আয়ের নিরিখে প্লেয়ারদের তালিকা
IPL অকশনে সবথেকে বেশি আয় করা প্লেয়ার হলেন প্যাট কামিন্স। তিনি এখনও অবধি ৫৪.১৫ কোটি টাকা আয় করেছেন। ৫০.৯ কোটি টাকা আয়ের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক। ৪৯.৫০ কোটি টাকা আয়ের সাথে তৃতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যুবরাজ সিং ৪৮.০১ কোটির সাথে চতুর্থ স্থানে। ৪৪.৩৫ কোটির সাথে পঞ্চম স্থানে রয়েছেন দীনেশ কার্তিক।