দু’দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে, বাকি অংশে বাড়বে গরম! আবহাওয়ার লেটেস্ট আপডেট

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও পর্যন্ত গতিপথ ভালো করে পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা আশঙ্কা করছে আগামীকালই তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফিঙ্গল। তারই প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এবার বিরাট বদল আসতে চলেছে। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

WhatsApp Community Join Now

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, সর্বত্র শীতের আমেজ বাড়ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গলের আবির্ভাবে রাজ্যে শীতের পথে বিরাট বাঁধা আসতে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ বাড়তে চলেছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার উপর আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাকি ১২টি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

আবার আগামী রবিবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র দুটি জেলায় অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার তো বটেই, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া অবশ্য পুরোপুরি শুষ্ক থাকবে। সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের কোনও জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কোথাও ঘন কুয়াশা পড়বে না।

সঙ্গে থাকুন ➥
X