শুধু IPL’ই খেলবে, দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে যাওয়া নিষিদ্ধ করল ইংল্যান্ড

Published on:

england cricket team

কলকাতাঃ ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আদৌ হবে নাকি, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এরই মধ্যে পাক ক্রিকেট বোর্ডকে বড়সড় ঝটকা দিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আইপিএলের অনুকরণে পাকিস্তানে যেই সুপার লিগের আয়োজন করা হয়, সেই PSL-এ ইংল্যান্ডের প্লেয়ারদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল ECB। ইসিবির এই নিষেধাজ্ঞার জেরে ইংল্যান্ডের আর কোনও প্লেয়ার আরও পাকিস্তানের T20 লিগে অংশ নিতে পারবেন না।

PSL-এ খেলতে যাবেন না ইংল্যান্ডের কেউ

WhatsApp Community Join Now

আসলে PSL-র সময় ইংল্যান্ডে চলে ঘরোয়া ক্রিকেট লিগ। আর সেই সময় দেশের প্লেয়াররা পাকিস্তানে চলে যান T20 লিগ খেলতে। এর ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরোয়া ক্রিকেটকে বাঁচাতেই ECB এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান সুপার লিগ যে অনেকটাই জৌলুস হারাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আইপিএলে খেলতে পারবেন ইংল্যান্ডের প্লেয়াররা

ভারত বা বিসিসিআইয়ের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, এটা সবাই জানে। কিন্তু ইংল্যান্ডের সাথে তেমন সম্পর্ক নয় কিন্তু। তারপরেও ECB-র এমন সিদ্ধান্ত দুই দেশের বোর্ডের সম্পর্কে কিছুটা ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা। তবে শুধু পাকিস্তানই নয়, ইংল্যান্ডে ঘরোয়া লিগ চলাকালীন কোনও প্লেয়ারই অন্য কোনও দেশেই লিগ খেলতে যেতে পারেন না। তবে আইপিএলের জন্য রয়েছে ছাড়।

ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশে আয়োজন করা নিয়ে রীতিমত যুদ্ধ করছে পাকিস্তান। ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর ভারত না যাওয়ায় ICC পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু PCB তাতে রাজি নয়। এদিকে ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভারত ছাড়া কোনও ট্রফির আয়োজন করা সম্ভব নয়। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পাকিস্তানেই যে আয়োজিত হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। আর এরই মধ্যে ECB-র নিষেধাজ্ঞা পাকিস্তান বোর্ডের চিন্তা আরও বাড়িয়ে দিল।

সঙ্গে থাকুন ➥
X