মানিব্যাগে রাখুন ৩টি এলাচ, স্বয়ং মা লক্ষ্মী করবেন আশীর্বাদ! মিটে যাবে টাকার অভাব

Published on:

cardamom in money bag (1)

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ রান্নাঘরে আমাদের বিভিন্ন সব্জির সাথে অনেক মশলাও থাকে। মশলা সাধারণত বিভিন্ন রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে। বিভিন্ন মশলার বিভিন্ন রকম স্বাদ। ফলে একটা সাধারণ রান্নাতেও সঠিক পরিমাণে মশলা ব্যবহার হলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই মশলা গুলোর ভিতর একটা মশলা হলো এলাচ (Cardamom)। এই এলাচ যে শুধু রান্নার গন্ধ ও স্বাদ বদলায় তা না। এই এলাচ আপনার ভাগ্য বদলে দিতে পারে‌।

আমরা সবাই কম বেশি মানিব্যাগ ব্যবহার করেই থাকি। মানিব্যাগে আমরা শুধুমাত্র টাকাই রাখি তা মোটেই নয়। টাকার সাথে সাথে আমরা অনেক ধরনের ব্যাঙ্কের কার্ড ও রেখে থাকি।

মানিব্যাগে রাখুন তিনটি এলাচ

জ্যোতিষ মতে এলাচ খুব শুভ। মানিব্যাগে মাত্র তিনটি এলাচ রেখে দিলেই আপনার ভাগ্য বদলে যাবে। অর্থাৎ আপনার অর্থকষ্ট অনেকটাই দূর হবে। নিয়ম করে মানিব্যাগ অথবা পার্সে তিনটি এলাচ রেখে দিলে অযথা টাকা খরচ হবেনা। এতে আপনার মানিব্যাগ সবসময় ভরা থাকবে।

বালিশের নীচে রাখুন এলাচ

এছাড়াও এলাচ দিয়ে অনেক টোটকাই আছে। তার ভিতর অন্যতম হলো একটা পরিস্কার সবুজ কাপড়ে এক টুকরো এলাচ মুড়ে নিন। সেই এলাচ মোড়া কাপড়টি রাতে ঘুমানোর সময় বালিশের নীচে রাখুন। তারপর সকালে ঐ এলাচ কাউকে খাইয়ে দিন। এতে আপনার সব কাজে সাফল্য আসবে। এবং আপনার জীবনে উন্নতি হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥