সল্টহীন KKR-এ ওপেনিং জুটির তিন বিকল্প

Published on:

kkr opening pair

কৌশিক দত্ত, কলকাতাঃ এ মাসের ২৪, ২৫ তারিখ শেষ হয়েছে IPL মেগা অকশন। এবারের আইপিএলে মোট ২১ জনকে দিয়ে দল সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২১ জনের মধ্যে ১১ জনই KKR-র প্রাক্তন প্লেয়ার। তবে ২১ জনের মধ্যে কাকে দলের অধিনায়ক করা হবে? তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও কুইন্টন ডি কক এর নাম KKR-র অধিনায়ক হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে। এখন দেখার বিষয় এটাই যে, KKR কবে আনুষ্ঠানিক ভাবে তাঁদের অধিনায়কের নাম ঘোষণা করে।

WhatsApp Community Join Now

গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পঞ্জাব কিংস দলে ভিড়েছেন। তাঁকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন প্রীতি জিনটারা। আশা করা হচ্ছে শ্রেয়স আইয়ারই এবার PBKS-র অধিনায়ক হবেন। এবারের আইপিএলে পঞ্জাব কিংস ও KKR-র খেলাগুলি আরও রোমাঞ্চক হবে বলে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের। কারণ শ্রেয়স আইয়ার এবার KKR-কে বোঝাতে চাইবেন যে, তাঁকে ছেড়ে কতটা ভুল করেছে নাইট ম্যানেজমেন্ট।

KKR-এ সুনীল নরেনের কেরিয়ার | Sunil Narine KKR Career |

আর এরই মধ্যে এখন প্রশ্ন উঠছে যে, এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে কারা নামবেন? গতবার IPL সিজনে সুনীল নরেন এবং ফিল সল্ট KKR-র হয়ে ওপেনিং করেছিলেন। তাঁরা দুজনই বিধ্বংসী ব্যাটিং করে দলকে দারুণ স্টার্ট দিয়েছিলেন। ওয়েস্টইন্ডিজের প্লেয়ার সুনীল নড়েন গতবার ১৪ ম্যাচে ৩৪.৮৬ এর অ্যাভারেজে মোট ৪৮৮ রান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ছিল ১০৯। ১৮০.৭৪ এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন নরেন। ১৪ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন নরেন।

KKR-এ ফিল সল্টের কেরিয়ার | Phil Salt KKR Career |

ওদিকে ফিল সল্টও কম যান না। জাতীয় দলে অংশ নেওয়ার জন্য তিনি প্লেওফের আগেই দেশে ফিরেছিলেন। কিন্তু তার আগে ১২ ম্যাচে ৩৯.৫৫ এর অ্যাভারেজে ৪৩৫ রান করে গিয়েছিলেন তিনি। তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৮৯। ১২ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৮২.০১ এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন সল্ট। কিন্তু এবার ফিল সল্টকে আর দলে রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এই তারকা ব্রিটিশ উইকেটকিপার এবার রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন।

কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটির ৩ বিকল্প | KKR Opening |

এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সে বিধ্বংসী প্লেয়ারের অভাব নেই। তবে অধীনায়ক এবং ওপেনার কে কে হবেন, তা নিয়ে যত বেঁধেছে। ইতিমধ্যে তিন তিনটি ওপেনিং বিকল্প সামনে এসেছে, যেগুলো এবারের IPL-এ দেখা যেতে পারে। ১ নং বিকল্পঃ রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নরেন। ২ নং বিকল্পঃ ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজ। ৩ নং বিকল্পঃ কুইন্টন ডি কক ও সুনীল নরেন। এখন দেখার বিষয় এটাই যে, KKR ম্যানেজমেন্ট কাদের উপর ভরসা করছেন।

সঙ্গে থাকুন ➥
X