প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেই উত্তপ্ত পরিস্থিতির কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়। অন্যতম কারণ হল সংখ্যালঘু হিন্দুদের আন্দোলন। কয়েক মাস ধরে সেখানকার হিন্দুদের মধ্যে নানারকম ভাবে অত্যাচার চালাচ্ছে দুষ্কৃতীদের একাংশ। এমনকি মন্দিরে মন্দিরে প্রতিমা ভেঙে ফেলার ঘটনাও উঠে আসছে। অন্যদিকে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে কোর্টে ধাক্কা খেয়েও চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা। ইসকনের সঙ্গে যুক্ত ১৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ সরকার। ক্ষিপ্ত ভারত, ব্রিটেন সহ একাংশ দেশ। এরই মধ্যে পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন এক প্রাক্তন বিএনপি নেতা।
কলকাতা পুলিশের জালে প্রাক্তন BNP নেতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ। সেই হোটেলেই জাল পাসপোর্ট-সহ সেলিম মাতব্বর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি আসলে বাংলাদেশের মাদারিপুরের এক প্রাক্তন বিএনপি নেতা ছিলেন। নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ, পার্কস্ট্রিট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া যায়। সেখানে তাঁর নাম রবি শর্মা হিসেবে লেখা রয়েছে।
জাল পাসপোর্ট ও আধার কার্ড নিয়ে ভারতে প্রবেশ
জেরায় তিনি দাবি করেছেন, আওয়ামি লীগের সঙ্গে ঝামেলায় ২ বছর আগে এই দেশে চলে আসেন তিনি। তারপরই নাম ভাঁড়িয়ে তৈরি করেন পাসপোর্ট এবং আধার কার্ড। পার্কস্ট্রিটের এই হোটেলে থেকে সেখানেই কাজ করতেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে এই জাল পাসপোর্ট, আধার কার্ড তৈরি হচ্ছে। এই বিষয়ে এবারে ময়দানে নেমেছেন তদন্তকারীরা।
কিছুদিন আগে কাজের খোঁজে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কর্ণাটক পুলিশ। জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।