স্লটের পর এবার নায়িকা বদল! TRP কাঁপাতে ওলটপালট গল্প নিম ফুলের মধুতে, দেখুন প্রোমো

Published on:

neem phooler madhu takes big leap new promo on air

পার্থ সারথি মান্না, কলকাতাঃ জি বাংলার (Zee Bangla) সুপারহিট ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হল নিম ফুলের মধু। নতুন মেগা পরিণীতাকে জায়গা দিতে স্লট বদল হলেও জনপ্রিয়তা কিন্তু একই রয়ে গিয়েছে। সৃজন-পর্ণার কাহিনী আজও একই রকম টান টান উত্তেজনার রয়ে গিয়েছে। এই তো সবেমাত্র বাড়ির সকলকে ঠকিয়ে দত্ত বাড়ি নিজের বলে দাবি করে সকলকে ঘরছাড়া করেছে অয়ন। এমনকি ‘শাড়ির কথা’র মালিকানাও বদল হয়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয়, শীঘ্রই আসছে আরও বড় চমক!

২০ বছরের লিপ নিচ্ছে নিম ফুলের মধু

WhatsApp Community Join Now

বেশ কিছুদিন ধরেই দর্শকদের মধ্যে নিম ফুলের মধু নিয়ে গুঞ্জনের অন্ত ছিল না। কারোর মত হয়তো শেষ হতে চলছে ধারাবাহিক তো কেউ বলছিলেন বড়সড় লিপ নেবে ধারাবাহিকটি। এবার লিপ নেওয়ার কথাটাই অক্ষরে অক্ষরে মিলে গেল। একধাক্কায় ২০ বছর এগিয়ে গেল গল্প। ইতিমধ্যেই জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নতুন চরিত্রের এন্ট্রি ঘটেছে দত্ত বাড়িতে।

পাল্টে যাচ্ছে নায়িকা?

নতুন যে প্রোমো শেয়ার করা হয়েছে তাতে দরজা খুলতেই পর্ণা থুড়ি পল্লবী শর্মার বদলে দেখা গেল সমু সরকারকে। তবে কি নায়িকা বদল হল? না ব্যাপারটা আসলে ঠিক তেমন নয়। ছোট্ট পুঁটি ২০ বছর পর অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর পুঁটির চরিত্রেই এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী সমু সরকার। এরপর একে একে দত্তবাড়িতে কি কি পাল্টেছে সেটাও দেখা গেল এক ঝলক।

শুরুতেই দেখা গেল ঠাম্মি সেঞ্চুরির অপেক্ষায়, অর্থাৎ হেমনলিনী দত্ত এখন ৯৯ বছরের। এদিকে ধ্যাষ্টামো জেঠু আর নেই, তবে ধ্যাষ্টামো স্বভাব ধরে রেখেছে তাঁরই পুত্র অয়ন। বাবুউউর মা মানে কৃষ্ণার সারাদিন কাটে বাবুর বাবুকে নিয়ে। কিন্তু এরপরেই এল টুইস্ট! হারিয়ে গিয়েছে সৃজন, তারপর থেকেই বদলে গিয়েছে পর্ণাও।

neem phooler madhu takes a 20 year leap

বাড়ি ছেড়ে বাবুউউ সৃজন এখন ক্রিমিনাল!

প্রমোর শেষের দিকে বাড়িতে পুলিশ এসে পর্ণাকে একটা ছবি দেখিয়ে এক কুখ্যাত ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য সাহায্য চায়। ছবি দেখেই বোঝা যাচ্ছে সেটা সৃজন। এর ঠিক পর মুহূর্তেই দেখা যাচ্ছে বুলেট থেকে কেত মেরে নামছে বাবুউউ থুড়ি সৃজন, হাতে আবার তার বন্ধুকে। এ কোন নতুন ট্র্যাক এল গল্পে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বগুলোতে।

সঙ্গে থাকুন ➥
X