৪০% কম খরচ, সামান্য টাকাতেই ঘুরে আসুন গরুমারা! ৩টি বনবাংলো খুলে দিল সরকার

Published on:

gorumara national park

শ্বেতা মিত্র, গরুমারাঃ ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। খুলে দেওয়া হচ্ছে গরুমারার (Gorumara National Park) তিনটি বন বাংলো। এতদিন সংস্কারের কাজের জন্য সেগুলো বন্ধ রাখা হয়েছিল। এবার বন বাংলো তিনটি খুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আগের থেকে কমিয়ে দেওয়া হচ্ছে ভাড়ার অংক। আগের থেকে কটেজ প্রতি ভাড়া প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য সুখবর

WhatsApp Community Join Now

গত ১৪ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল অভয়ারণ্য। বর্ষার সময় প্রতি বছরের মতো এবারের অভয়ারণ্য ট্যুরিস্টদের জন্য বন্ধ রাখা হয়েছিল। বর্ষা বিদায়ের পর ভ্রমণ প্রেমীদের জন্য আবারও খুলে দেওয়া হয় অভয়ারণ্যের দ্বার। কিন্তু বন্ধ ছিল তিনটি বনবাংলো।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গরুমারার আওতায় থাকা ঝুপঝোরা গাছবাড়ি, রামশাই কালীপুর ইকো ভিলেজ ও মৌচুকি ক্যাম্প সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছিল। এবার সেগুলো খুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ভাড়াও কমিয়ে দেওয়া হচ্ছে। ভাড়া প্রায় ৪০ শতাংশ কমিয়ে এখন কটেজ পিছু হতে চলেছে ১২০০ টাকা করে।

খুশির জোয়ার পর্যটকদের মধ্যে

পর্যটনের মরশুমের সময়ে গরুমারা অভয়ারণ্যেও পর্যটকদের চাহিদা থাকে তুঙ্গে। তিনটি কটেজ বন্ধ থাকায় পর্যটকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছিল। ফলত কটেজ আবারও খুলে দেওয়ার দাবি উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত সুখবর। অতিথিদের জন্য খুলে দেওয়া হচ্ছে তিন কটেজের দরজা। সংস্কারের কাজের পর আগামী ২ ডিসেম্বর মাস থেকেই ট্যুরিস্টরা আবারও ঝুপঝোরা গাছবাড়ি, রামশাই কালীপুর ইকো ভিলেজ ও মৌচুকি ক্যাম্পে থাকতে পারবেন।

অনলাইন মাধ্যমের পাশাপাশি অফলাইন মাধ্যমেও টিকিত কাটার সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই তিনটি বনবাংলো ছাড়াও গরুমারায় ঘুরতে গেলে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন হর্নবিল, মূর্তি, পানঝোরা, রাইনো সহ মোট সাতটি বনবাংলোতে থাকতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X