শ্বেতা মিত্র, ফেনীঃ বর্তমান সময়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক নিয়ে সাধারণ মানুষের মাতামাতির শেষ নেই। এমন কোনো মানুষ হয়তো বাকি নেই যিনি কিনা এই ফেসবুক ব্যবহার করেন না। কিন্তু এই ফেসবুকই যে কখন জীবনে চরম বিপদ ডেকে এনে কেউ বলতে পারে না। তার জ্বলজ্যান্ত উদাহরণ হল বাংলাদেশের ফেনী জেলার এক ঘটনা। ফেসবুকের একটি পোস্টে ‘হা হা রিয়াক্ট’ দেওয়াই যেন কাল হল অনেকের। ঘটে গেল সংঘর্ষের ঘটনা। সেইসঙ্গে আহত হলেন বহু মানুষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ছুরিকাঘাতে আহত বহু যুবক
ফেনী সদর উপজেলায় ফেসবুকে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটির জেরে চার কিশোরকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে অমিত হাসান (১৮), আয়কুব মিঞার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১৭) ও মো.
তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এদের মধ্যে রিজন ও শরীফকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে যে কিছুদিন আগে অমিতের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানায় নিলয় নামে এক কিশোর।
ফেসবুকে ‘হা হা প্রতিক্রিয়া’ দেওয়াই হল কাল!
শুক্রবার রাতে অমিত ও ছয়-সাত কিশোর নিলয়কে হাহা রিয়াক্ট দেওয়ার কারণ জানতে চাইলে তার সঙ্গে বচসা শুরু হয়। কথা কাটাকাটি তারপর শুরু হয় হাত চালাচালি। এরপর নিলয় তাদের চারজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারাম সিং ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিলয়কে এখনো অবধি গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।