বৃষ্টি নাকি শীত, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় ফেঙ্গাল এর দাপট যেন থামছেই না। প্রথম দিকে অনুমান করা হয়েছিল যে আজ সকালের মধ্যেই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে। তবে এখনও সেটা হয়নি। আপাতত চেন্নাইয়ের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। আশা করা যাচ্ছে আগামী ছ’ঘণ্টায় উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলের উপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এটি।

আর সেই পরিস্থিতিতে আজও তামিলনাড়ু এবং পুদুচেরির কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। কেরলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে এর পরোক্ষ প্রভাব গত শুক্রবার রাত থেকেই বেশ মালুম পাওয়া গিয়েছিল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুক্রবার মধ্যরাত থেকে গতকাল বিকেল পর্যন্ত হালকা বৃষ্টি হয়েই চলেছে। তবে এর রেশ আজ থাকার কথা থাকলেও সকাল থেকেই আকাশ মেঘমুক্ত এবং রোদ ঝলমলে দেখা গিয়েছে। তবে মাঝেমধ্যে কালো মেঘের দর্শনও মিলছে বটে। আজকের প্রতিবেদনের মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোর এবং সকালের দিকে হালকা কুয়াশার দেখা পাওয়া যাবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কিন্তু ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে কুয়াশা থাকার সম্ভাবনা আছে।

সঙ্গে থাকুন ➥