আজ নতুন মাসের দ্বিতীয় দিন অর্থাৎ ২ ডিসেম্বর। নতুন দিনের সঙ্গে সবার মনে থাকবে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা। কিন্তু সবার দিন সমান যায় না। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধাদিত্য রাজযোগে ও ভগবান শিবের কৃপায় মিথুন রাশিসহ ৫ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যাইহোক, তাহলে চলুন আজ সোমবার কার দিন কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক।
মেষ- আজকের দিনটা এই রাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি ভালো বলা যেতে পারে। কাজের চাপ থাকলেও বিচলিত হওয়ার কারণ নেই। নিজের কর্ম দক্ষতার ওপর পূর্ণ আস্থা রাখা দরকার। প্রয়োজনে অভিজ্ঞ কারও থেকে পরামর্শ চেয়ে নিতে পারেন।
বৃষ- ব্যবসায়ীদের জন্য দিনটা শুভ প্রমাণিত হতে পারে। অর্থ ভাগ্য ভালো। নতুন করে বিনিয়োগের ব্যাপারে বিবেচনা করতে পারেন। তবে অত্যাধিক লোভ করার পরিণাম ভালো নাও হতে পারে। নিজের শরীরের প্রতি বাড়তি নজর দেওয়ার দরকার রয়েছে।
মিথুন- বাড়ির সদস্যদের সঙ্গে কিছুটা মনোমালিন্য হতে পারে। দূরে কোথাও ভ্রমণের দরকার পড়তে পারে। চাকরি ক্ষেত্রে নতুন উদ্যম নিয়ে দিন শুরু করতে পারেন। হাতে সুযোগ এসে গেলে আলস্য না করাই ভালো।
কর্কট- বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। মাসের শুরুটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রিয় কোনও মানুষের কাছ থেকে পেতে পারেন আমন্ত্রণ। সম্মতি কেনা বেচার ব্যাপারে শুভ যোগ রয়েছে। কাজে কিছুটা দেরি হলেও সুফল হাতে পাবেন।
সিংহ- সৃজনশীল মানুষদের জন্য আজকের দিনটা অর্থবহ হতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাঁদের উদ্যম ধরে রাখা দরকার। আপনার সিদ্ধান্তের ওপর পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে থাকবে। স্ত্রীকে পাশে পাবেন। দরকারে অভিজ্ঞ কারও পরামর্শ অনুযায়ী কাজ করুন।
তুলা- নতুন কাজের জন্য অনুসন্ধান জারি রাখতে পারেন। গুরুজনের শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কাজের সূত্রে বাড়ি থেক দূরে কোথাও যেতে হতে পারে। কথা বলার ক্ষেত্রে আরও একটু সংযম প্রয়োজন।
কন্যা- কোনও ব্যক্তির আচরণ মনে ব্যাথা দিতে পারে। শত্রুপক্ষের কারণে কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। অযাচিতভাবে কোনও ব্যাপারে নাক না গলানোই ভালো। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা শুভ।
বৃশ্চিক- অর্থ ভাগ্য খুব একটা সুগম না হলেও কাজ আটকে থাকবে না। মনে অবসাদের সঞ্চার হলেও সেটা হবে সাময়িক। বয়সে ছোটো কারও থেকে দরকারি পরামর্শ পেয়ে যেতে পারেন। পায়ের সমস্যা কিছুটা ভোগাতে পারে।
ধনু- উঁচু কোনও জায়গা থেকে পড়ে আঘাত পাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। টাকাপয়সা নিয়ে কিছুটা টানাটানি থাকবে। নতুন চাকরির জন্য খোঁজ জারি রাখুন। অকারণে আপনাকে দোষারোপের শিকার হতে হবে।
মকর- গুনিজনের সান্নিধ্যে এসে উপকৃত হতে পারেন। পড়ুয়াদের জন্য আজকের দিনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দরকার পড়লে নিজেকে কিছুটা সময় দিন।
কুম্ভ- অপ্রত্যাশিত কোনও কারণে বিচলিত হয়ে পড়তে পারেন। তবে দিশেহারা হওয়ার প্রয়োজন নেই। সমাধান পেয়ে যাবেন দ্রুত। অপেক্ষা করে রয়েছে ভালো কোনও খবর। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাছের মানুষের পরামর্শ নেওয়া দরকার।
মীন- খাওয়াদাওয়ার প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। চিকিৎসা খাতে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা খুব একটা ঘটনাবহুল নাও হতে পারে। আপাতত নতুন কিছুর জন্য প্রত্যাশা না করাই ভালো।