কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। এই সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ১-০ তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিন-রাতের টেস্ট জিতে ভারতীয় দল জয়ের ধারা জারি রাখতে চাইছে। ওদিকে, অস্ট্রেলিয়াও প্রথম টেস্টের প্রতিশোধ নিতে নামবে অ্যাডিলেডে। BGT-র টেস্টগুলো এমনিই রোমাঞ্চক হয়, তবে এবার যেন আরও বেশি করে জমে উঠেছে। ওদিকে ভারতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত শর্মা ও শুভমন গিলের। আর এই কারণে ভারতীয় দলের প্রথম একাদশে বড়সড় পরিবর্তনও দেখা যাবে।
ওপেনিং থেকে মিডিল অর্ডারে পরিবর্তন
রোহিত শর্মার প্রত্যাবর্তনের পর ওপেনিং থেকে মিডিল অর্ডার, চারিদিকেই পরিবর্তন দেখা যাবে। পারথ টেস্টে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নামলেও, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ওপেনিং করা প্রায় চূড়ান্ত বলে ধরা হচ্ছে। এক্ষেত্রে কেএল রাহুলকে ছয়ে নামতে হতে পারে। ওদিকে বিরাট কোহলির জায়গায় শুভমন গিল তিন নম্বরে ব্যাট করতে আসতে পারেন।
বাদ পড়বেন এই দুজন
প্রথম টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশের অংশ ছিলেন দেবদূত পাদিক্কাল ও ধ্রুব জুরেল। পারথে দেবদূত পাদিক্কাল তিন নম্বরে ব্যাট করেছিলেন। কিন্তু তিনি নিজের ছাপ ফেলতে পারেননি। ওদিকে ঋষভ পন্থের মতো উইকেটকিপার থাকার পরেও ধ্রুব জুরেলকে দলে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনিও কিছু করা দেখাতে পারেননি। আর এই কারণেই দ্বিতীয় টেস্টে এই দুজনার বাদ পড়া প্রায় নিশ্চিত।
কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেএল রাহুল, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও হর্ষিত রানা।