SBI নয়, মাত্র পাঁচদিনে ৩৯,৫১৩ টাকা আয় করে রেকর্ড গড়ল ভারতের সর্ববৃহৎ ব্যাঙ্ক

Published on:

bank

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৪ সাল শেষ হওয়ার আগে বিরাট চমক দিল HDFC Bank। এখন নিশ্চয়ই ভাবছেন কী চমকে দিয়েছে এই ব্যাঙ্ক? তাহলে জানিয়ে রাখি, মাত্র ৫ দিনের মাথায় ভারতের অন্যতম বড় ব্যাঙ্ক উপার্জন করেছে ৩৯,৫১৩ টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে গত সপ্তাহে BSE বেঞ্চমার্ক সেনসেক্স ৬৮৫.৬৮ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ এবং এনএসই নিফটি ২২৩.৮৫ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ বেড়ে যাওয়ার পরে বেশ কয়েকটি ভারতীয় সংস্থা তাদের বাজার মূলধনে বড় বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক পাঁচ দিনে বিশাল অঙ্কের টাকা নিজেদের ভান্ডারে ভরেছে।

বিরাট আয় HDFC ব্যাঙ্কের

WhatsApp Community Join Now

গত সোমবার থেকে শুক্রবার, মাঝের এই ৫ দিনে ৩৯,৫১৩.৯৭ কোটি টাকা যোগ করেছে ব্যাঙ্ক । শুক্রবার ব্যাঙ্কের বাজার মূলধন ১৩,৭৩,৯৩২.১১ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে এইচডিএফসির শেয়ারের দাম ১,৭৯৫ টাকায় বন্ধ হয়েছে। এইচডিএফসি ব্যাংক বাজার মূলধনের ক্ষেত্রে ভারতের বৃহত্তম ব্যাংক, অন্যদিকে এসবিআই দেশের বৃহত্তম সরকারী ব্যাংক। ফলে চমক কিন্তু দিয়েছে এসবিআই-ও। এই ব্যাঙ্কের বাজার মূলধন ২০,৪৮২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭,৪৮,৭৭৫.৬২ কোটি টাকা।

গত সপ্তাহে শীর্ষ ১০ টি সর্বাধিক মূল্যবান সংস্থার মধ্যে নয়টির সম্মিলিত বাজার মূল্য ২,২৯,৫৮৯.৮৬ কোটি টাকা বেড়েছে, যার মধ্যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) সবচেয়ে বেশি লাভকারী হিসাবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার মূল্যায়ন ৬০,৬৫৬.৭২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬,২৩,২০২.০২ কোটি টাকা, যা শীর্ষ ১০ সংস্থার মধ্যে সর্বোচ্চ।

সবাইকে পিছনে ফেলল Reliance

এদিকে টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলআইসি, আইটিসি এবং হিন্দুস্তান ইউনিলিভারের পরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সবচেয়ে মূল্যবান দেশীয় সংস্থা হয়ে উঠে এসেছে। HDFC ব্যাঙ্ক অক্টোবর ২০২৪-এ তার Q2 ফলাফল ঘোষণা করেছে। আর এই হিসেব দেখে চমকে গিয়েছেন সকলে। গত বছরের থেকে এই বছর ১৬,৮২১ কোটি টাকা বেশি আয় করেছে সংস্থা।

সঙ্গে থাকুন ➥
X