পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগেই কর্মীদের জন্য এল দারুণ খবর। গতমাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য ৩% DA বৃদ্ধির ঘোষণা করা। হয়েছে যার ফলে বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩% মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। তবে এবার EPF নিয়ে এল সুখবর, যার ফলে কয়েক কোটি কর্মীরা উপকৃত হবেন। কি সুবিধা মিলতে চলেছে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
EPF নিয়ে বড় ঘোষণা
কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPFO) ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC) রয়েছে। তবে দুই ক্ষেত্রেই মাসিক বেতনের উর্দ্ধসীমা ছিল ২১,০০০ টাকা। এবার এই ঊর্ধ্বসীমা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে।
ইতিমধ্যেই বৈঠকে বসেছে দুই সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিরা
যেমনটা জানা যাচ্ছে, গত শনিবারেই সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি অর্থাৎ যাদের সিদ্ধান্তে এপিএফ চলে তাদের সাথে বৈঠক হয়েছে। সেখানেই এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূত্রমতে, ১৫,০০০ থেকে ২১,০০০ এর বাড়লে উচ্চসীমাকে ৩০,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কবে থেকে চালু হবে নতুন নিয়ম?
বৈঠকে থাকা এক আধিকারিকের মতে, আসন্ন ফ্রেবুয়ারী মাসের বৈঠকেই বেসিক CBT এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে শ্রম মন্ত্রকের বেশিরভাগ সদস্যরাই ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার পক্ষে রয়েছে’।
EPF, ESIC বেতন সীমা বৃদ্ধির সুবিধা
অনেকেই ভাবছেন নতুন নিয়ম জারি হলে কতটা সুবিধা হবে কর্মীদের? এক্ষেত্রে জানিয়ে রাখি বর্তমানে প্রায় ৭ কোটিরও বেশি কর্মীরা EPFO স্কিমের আওতায় রয়েছেন। তাদের বেতনের থেকে ১২% EPFO তে যায়। এবার যদি ঊর্ধ্বসীমা বাড়ানো হয় তাহলে আরো বেশি টাকা জমানো যাবে। যেটা অবসরের সময় আরও বেশি টাকা রিটার্ন পেতে সাহায্য করবে।
উর্দ্ধসীমা ৩০০০০ হলে কত টাকা যাবে EPF এ?
বর্তমানে যদি কোনো কর্মচারীর বেতন ১৫,০০০ টাকা হয় তাহলে ১২% হিসাবে ১৮০০ টাকা EPF এ জমা পরে। একইভাবে সর্বোচ্চ ২১,০০০ টাকা মাইনে হলে ২৫২০ টাকা প্রতিমাসে জমা পড়বে। তবে নতুন নিয়ম চালু হলে ৩০,০০০ টাকার হিসাবে ৩৬০০ টাকা জমা করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |