পার্থ সারথি মান্না, কলকাতাঃ সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ট্রেনিং শেষে প্রথম কাজের দিন। এমন একটা খুশির দিন কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গেল বিভীষিকায়। মাত্র ২৬ বছর বয়সে চাকরিতে জয়েনিংয়ের দিনে মৃত্যু আপিএস (Indian Police Service) অফিসারের। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই একদিকে যেমন আতঙ্কিত তেমনি মর্মাহত হয়ে পড়েছেন নেটিজেনরা। কিভাবে ঘটল দুর্ঘটনা? জেনে নিন বিস্তারিত।
প্রথম কাজের দিনেই মর্মান্তিক দুর্ঘটনা
ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যের দিকে। IPS অফিসার হর্ষবর্ধন যে হাসান কর্ণাটকের উদ্দেশ্যে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথেই বিকেল ৪টে বেজে ২০ মিনিট নাগাদ তাঁর গাড়ির টায়ার ফেটে যায়। এর ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বাড়ি ও গাছে গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার জেরে মাথায় ব্যাপক আঘাত পেয়েছিলেন হর্ষবর্ধন। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়। গাড়িতে ড্রাইভারও ছিল তবে চালক খুব বেশি আঘাত পাননি। বর্তমানে চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোন পোস্টে ছিলেন হর্ষবর্ধন?
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সঞ্চন হর্ষবর্ধন মধ্যপ্রদেশের বাসিন্দা। সদ্য মাইসোরের কর্ণাটক পুলিশ অ্যাকাডেমি থেকে চার সপ্তাহের ট্রেনিং শেষ করেছিলেন তিনি। এদিন হোলেনারাসিপুরের অ্যাসিস্টেন্ট পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করার জন্যই যাচ্ছিলেন তিনি। কিন্তু সেটা হওয়ার আগেই সব শেষ।
শোক প্রকাশ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর
ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও শোক প্রকাশ করে একটি টুইট করেছেন।
মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্রবেশনারি আইপিএস অফিসার হর্ষবর্ধনের সাথে ঘটে যাওয়ার দুর্ঘটনার খবর পেয়ে আমি শোকাহত। এটা সত্যিই খুব দুঃখজনক যে বছরের পর বছর কঠিন পরিশ্রমের পর সাফল্য পেয়ে আইপিএস হতে যাচ্ছিলেন তিনি। ভগবানের কাছে হর্ষবর্ধনের আত্মার চিরশান্তি কামনা করি’।