৩ কারণে KKR-র জন্য সফল অধিনায়ক প্রমাণিত হবেন অজিঙ্কা রাহানে

Updated on:

kkr captain ajinkya rahane

কৌশিক দত্ত, কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার রিটেনশন তালিকায় তাঁদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম রেখেছিল না। যদিও, আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে পুনরায় দলে ফিরে পেতে ডাকও তুলেছিল নাইটরা। তবে পঞ্জাবের প্রস্তাবের কাছে হার মানতে হয় KKR-কে। এরপর থেকেই কলকাতার অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে নাইট শিবিরের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে যে, তাঁরা অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করতে পারে। এমনকি এটা নাকি ৯০% চূড়ান্ত। বলে দিই, এবারের IPL নিলামে KKR অজিঙ্কা রাহানেকে মাত্র ১.৫ কোটি টাকায় তুলে নিয়েছে। কিন্তু রাহানে কী কলকাতার জন্য একজন ভালো অধিনায়ক হতে পারবেন?

অধিনায়ক হিসেবে সফল অজিঙ্কা রাহানে

WhatsApp Community Join Now

অজিঙ্কা রাহানে একজন ভালো ব্যাটারের পাশাপাশি নেতৃত্ব করারও ক্ষমতা রাখেন। এটা হয়ত অনেকেই ভুলে গিয়েছেন যে, এই অজিঙ্কা রাহানের অধিনায়কত্বেই ভারতীয় দল ২০২০-২১ সালে বর্ডার-গাভাস্কার ট্রফি জয় করেছিল। এছাড়াও রাহানে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন। IPL-এ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার কাছে। তাই KKR-র অধিনায়কত্ব সামলাতে তার বেশি চাপ হবে না।

দীর্ঘদিন দলের অধিনায়ক থাকতে পারেন রাহানে

অজিঙ্কা রাহানে বর্তমানে দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। ২০২০-২১ এ BGT জেতানো অধিনায়ক রাহানে ২০২৩ এ দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। বর্তমানে ভবিষ্যতের টিম ইন্ডিয়ার অংশ নন তিনি! আর এই কারণে রাহানে কলকাতা নাইট রাইডার্সেই নিজের পুরো মনোনিবেশ করতে পারবেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও রাহানে ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলে প্রমাণ করেছিলেন যে, তিনি ফুরিয়ে যাননি। তাই সফল হলে KKR ম্যানেজমেন্ট তাঁকে দীর্ঘদিন অধিনায়ক পদে রাখতে পারে।

নতুন অধিনায়ক তৈরি করবেন অজিঙ্কা রাহানে

এর আগে শোনা যাচ্ছিল যে, কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে তাঁদের অধিনায়ক করতে পারে। কিন্তু রাহানে অধিনায়ক হলে আইয়ারকে সহ-অধিনায়ক করা যেতেই পারে। আর ভেঙ্কটেশ আইয়ারকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরিও করা যেতে পারে। বলে দিই, ভেঙ্কটেশ আইয়ার তার IPL অভিষেক থেকে এখনও অবধি KKR-র সঙ্গেই রয়েছেন। কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও আইয়ারকে খুব পছন্দ করেন।

সঙ্গে থাকুন ➥
X