শ্বেতা মিত্র, কলকাতাঃ মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল জরুরি খবর। এমনিতে ডিসেম্বর মাস পড়তে না পড়তে একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেলের দাম আচমকাই অনেকটা বেড়ে গিয়েছে। যে কারণে বছর শেষ হওয়ার আগে সংসার সামাল দিতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। এরই মাঝে নিত্য মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। এবার থেকে আরও বেশি টাকা গুনতে হবে মেট্রো যাত্রীদের। অর্থাৎ ভাড়া বাড়িয়ে দিল কলকাতা মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর দেরি না করে আপনিও জেনে নিন কবে থেকে এবং কোন কোন রুটে সর্বোপরি কত টাকা ভাড়া বাড়ছে।
ভাড়া বাড়ল মেট্রোর
বর্তমান সময়ে কলকাতা মেট্রো মাধ্যমে শহরে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। বাস, লোকাল ট্রেনের পাশাপাশি কলকাতা মেট্রো বহু মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অনেক রুটই আছে যেখানে এখনো অবধি ভাড়া রয়েছে ৫ টাকা। তবে আগামী দিনে এই ভাড়া এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে চলেছে বলে জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। এবার থেকে মেট্রো যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা করে গুনতে হবে বলে খবর।
আপনার হাতে রয়েছে আর মাত্র এক সপ্তাহ। কারণ আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ডিসেম্বর থেকে রাত ১০.৪০ মেট্রোতে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। চলতি বছরের ২৪ মে উত্তর-দক্ষিণ করিডরের দমদম-নিউ গড়িয়া অংশে ‘নাইট’ স্পেশাল মেট্রো চালু করা হয়। ২৪ জুন থেকে যাত্রী সংখ্যা কম হওয়ার অজুহাতে শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়িয়ে দেয়। এর ছয় মাস পর সোমবার মেট্রো রেল ঘোষণা করে যে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে দমদম পর্যন্ত রাত ১০:৪০ মিনিটে চলা মেট্রো পরিষেবার দখল খুবই খারাপ। অতএব, ভ্রমণ করা দূরত্ব নির্বিশেষে প্রতিটি টিকিটে ১০ টাকা সারচার্জ যুক্ত করা হবে।
কী বলছে কলকাতা মেট্রো?
এই বিষয়ে মেট্রোর এক মুখপাত্র জানিয়েছেন, ১০ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া লাগু হচ্ছে। অর্থাৎ, মাত্র একটি স্টপেজ বা ন্যূনতম ২ কিলোমিটার যাতায়াতের জন্য যাঁদের ৫ টাকা দিতে হত তাঁদের এখন ১৫ টাকা খরচ করতে হবে। একইভাবে, নিউ গড়িয়া এবং দমদমের মধ্যে যাতায়াতের জন্য যারা ২৫ টাকা দিতেন সেসব যাত্রীদের কাছ থেকে ৩৫ টাকা নেওয়া হবে। স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন যাত্রীরা।