টিম ইন্ডিয়ার WTC ফাইনালে যাওয়ার পথ সহজ করে দিল ICC, কপাল চাপড়াচ্ছে নিউজিল্যান্ড

Published on:

wtc 2025

কৌশিক দত্ত, কলকাতাঃ ICC-র এক নিয়মে চরম সুবিধা হল টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) খেলার রাস্তা অনেকটাই সহজ হল ভারতের। আসলে আইসিসি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে সাজা দেওয়ায় টিম ইন্ডিয়ার কপাল খুলে গেল। আসলে স্লো ওভার রেটের কারণে ICC ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের তিন পয়েন্ট করে কেটে নেয়। আর এই সাজা মেলার পর সবথেকে বেশি ক্ষতি হয়েছে নিউজিল্যান্ডের।

WTC-র ফাইনালে উঠবে না নিউজিল্যান্ড?

WhatsApp Community Join Now

নিউজল্যান্ড দলকে এখন যদি WTC-র ফাইনালে খেলতে হয়, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী দুটি টেস্টেই জিততে হবে তাঁদের। এরপর WTC-র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোর উপরও ভরসা করতে হবে কিউয়িদের। তবে ICC-র এই সাজা প্রদানের কারণে টিম ইন্ডিয়ার অনেক লাভ হয়েছে।

WTC-র ফাইনালে যাওয়ার রাস্তা সহজ হল টিম ইন্ডিয়ার

টিম ইন্ডিয়ার WTC ফাইনালে খেলার রাস্তা অনেক সহজ করে দিল ICC। পয়েন্ট বাদ যাওয়ার পর WTC-র পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড এখন চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে চলে গিয়েছে। ওদিকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে আর দুটি ম্যাচ জিতলে ফাইনালের টিকিট পাকা করে নেবে রোহিত অ্যান্ড কোম্পানি। ভারতীয় দল যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি ৪ টেস্টের মধ্যে ২ টি জিতে যায়, তাহলে তাঁদের কেউ আটকাতে পারবে না।

আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন/রাতের টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য যেমন সুখবর রয়েছে, তেমনই অস্ট্রেলিয়ার জন্য রয়েছে দুঃসংবাদ। আসলে দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা ও দলের তরুণ ব্যাটার শুভমন গিল। ওদিকে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে বিধ্বংসী বল করা জোশ হ্যাজেলউড চোটের কারণে ছিটকে গিয়েছেন। আবার এরই মধ্যে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথও আঙুলে চোট পেয়েছেন। স্মিথের চোট কতটা গুরুতর জানা যায়নি, তবে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে না পারলে অস্ট্রেলিয়া যে বড়সড় ধাক্কা খাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সঙ্গে থাকুন ➥
X